দারিদ্র ও ক্ষুধামুক্ত কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: নুরুল ইসলাম বুলবুল
করোনাভাইরাস পরিস্থিতিতে অসহায় অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জননেতা নুরুল ইসলাম বুলবুল।
মঙ্গলবার রাজধানীর পল্টন-মতিঝিল এলাকায় সেলাই মেশিন বিতরণ ও নগদ অর্থ সহায়তা প্রদানের সময় তিনি এ কথা বলেন। চলমান করোনায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে এবং দুস্থ পরিবারে আর্থিক সচ্ছলতা ফেরাতে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে সেলাই মেশিনসহ প্রয়োজনীয় উপকরণ বিতরণ ও ব্যবসায়িক পুঁজী হিসেবে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসাইন, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি আবদুল জব্বার, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শূরা সদস্য ও পল্টন থানা আমীর আমিনুর রহমান, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শূরা সদস্য ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. মোবারক হোসাইন, পল্টন থানা সেক্রেটারি শাহীন আহমদ খান প্রমুখ নেতৃবৃন্দ।
নুরুল ইসলাম বুলবুল বলেন, বিশ্বব্যাপী করোনাভাইরাসের দ্বিতীয় ওয়েভ চলছে। ইতোমধ্যেই বাংলাদেশে শীতের তীব্রতাও বেড়ে গেছে। যার ফলে নিউমোনিয়া, কাশিসহ ঠান্ডাজনিত রোগের প্রাদূর্ভাব দেখা দিয়েছে। এ সময়ে অসহায় অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানো এখন সময়ের দাবি। সমাজের বিত্তবানদের উচিত সার্বিক সহযোগিতার মাধ্যমে দারিদ্র্যমুক্ত জাতি গঠনে আত্মনিয়োগ করা।
বাংলাদেশ জামায়াতে ইসলামী স্বনির্ভর বাংলাদেশ গড়তে ও প্রত্যেক পরিবারকে আর্থিকভাবে সাবলম্বী দেখতে নারী ও পুরুষ উভয়েরই কর্মসংস্থান সৃষ্টির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আমরা আমাদের সাধ্যমতো সমাজের অসহায় ও দুস্থদের বিভিন্ন সমস্যা দূরীকরণে রিকশা-ভ্যান, সেলাই মেশিনসহ প্রয়োজনীয় উপকরণ বিতরণ এবং আর্থিক সহযোগিতা করে যাচ্ছি। আমাদের এই প্রচেষ্টা সব সময়ে মানুষের জন্য অব্যহত থাকবে ইনশাআল্লাহ।
নুরুল ইসলাম বুলবুল আরো বলেন, আমরা স্বপ্ন দেখি আগামীর বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধ সোনার দেশ। সামগ্রীক প্রচেষ্টায় ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমাজ গঠনের মাধ্যমে একটি সমৃদ্ধ দেশ ও জাতি উপহার দেয়া সম্ভব। যেখানে মানুষ তার সকল অধিকার ফিরে পাবেন। ইসলামের সুমহান আদর্শের ভিত্তিতে ন্যায় ইনসাফভিত্তিক সমাজ ব্যবস্থা ছাড়া মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পেতে পারে না। যাকাত ভিত্তিক ও ইসলামী অর্থ ব্যবস্থা ছাড়া অর্থনৈতিক অগ্রগতি ও দারিদ্র্য বিমোচন সম্ভব নয়। তিনি শোষণ-বঞ্চনার পরিবর্তে দারিদ্র ও ক্ষুধামুক্ত কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ হতে উদাত্ত আহ্বান জানান।
প্রেস বিজ্ঞপ্তি