জয়পুরহাটে ট্রেন-বাস সংঘর্ষে হতাহতদের পরিবারের পাশে জামায়াত আমীর

0

জয়পুরহাটের পুরানাপৈলে ট্রেন ও বাস দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের শোক ও সমবেদনা জানাতে মঙ্গলবার তাদের পরিবারের সদস্যদের বাসায় বাসায় ছুটে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান এবং অন্যতম কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

তারা নিহত ও আহতদের পরিবারের লোকদের প্রতি শোক ও সহানুভূতি জ্ঞাপন এবং সান্ত্বনা দেন। তারা আহতদের চিকিৎসার সর্বশেষ অবস্থার খোঁজ-খবর নেন।

এ সময় নিহত এবং আহতদের পরিবারের অভিভাবকদের কাছে আর্থিক সহযোগিতা তুলে দেন জামায়াত আমীর। আমীরে জামায়াত নিহতদের শহীদ হিসেবে কবুল করার জন্য, আহতদের দ্রুত সুস্থতা ও তাদের পরিবার-পরিজনদের ধৈর্যধারণ এবং এই শোক কাটিয়ে উঠার তাওফিক কামনা করে পরিবারের সদস্য এবং স্থানীয় লোকদের নিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে দোয়া করেন।

নেতৃবৃন্দ বলেন, একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জনগণকে সাথে নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। আমরা আমাদের নৈতিক দায়বোধের জায়গা থেকে মনের টানে আপনাদের কাছে ছুটে এসেছি। আমরা আপনাদের কল্যাণের জন্য আল্লাহ্ সুবহানাহু ওয়া তায়ালার কাছে দোয়া করি। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। বিশেষ করে জাতির প্রয়োজনে আমরা যেন সব সময় বিপন্ন মানবতার পাশে থাকতে পারি।

এ সময় আমীরে জামায়াতসহ অন্যান্য নেতৃবৃন্দ সম্পূর্ণরূপে বিধ্বস্ত বাসটি পরিদর্শন করেন। তিনি যথাযথ তদন্তের মাধ্যমে এই দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করে ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।

উল্লেখ্য, গত ১৯ ডিসেম্বর জয়পুরহাট সদরের পুরানাপৈল এলাকায় ট্রেনের সাথে একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে বাসটি চূর্ণ-বিচূর্ণ হয়ে যায় এবং বাসের চালকসহ ১২ জন যাত্রী নিহত হন। দুর্ঘটনায় গাড়িচালক মারাত্মকভাবে আহত হয়ে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com