আ.লীগ সরকার দেশকে দুর্নীতির রোল মডেল বানিয়েছে: ডা. শাহাদাত

0

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও চসিক নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেছেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। জনগণের ভোটাধিকার হরণ করে ক্ষমতায় টিকে থাকা আওয়ামী সরকার দেশকে দুর্নীতি ও সন্ত্রাসের রোল মডেলে পরিণত করেছে।

গতকাল সোমবার (২১ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরীর ১২নং সরাইপাড়া ওয়ার্ডে করোনা সুরক্ষা সামগ্রী ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, দেশে এক অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে। ক্ষমতায় টিকে থাকতে জনগনে প্রতিবাদি কণ্ঠকে স্তব্দ করতে গুম-খুন,হামলা-মামলাকে প্রধান হাতিয়ার হিসাবে গ্রহণ করেছে। সরকারের গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকার সময় শেষ হয়ে আসছে। এভাবে দেশ চলতে পারে না। আমরা স্পষ্টভাষায় বলতে চাই, মামলা, হামলা গুম খুন, রক্ত ঝরিয়ে ক্ষমতায় বেশি দিন টিকে থাকতে পারবে না। কোন স্বৈরশাসক নির্যাতন নিপিড়ন করে ক্ষমতাকে চিরস্থায়ী করতে পারে নাই। দেশপ্রেমিক জনতা প্রয়োজনে বুকের রক্ত দিয়ে এই দেশে সুশাসন, গণতন্ত্র ও ভোটধিকার ফিরিয়ে আনবে।

প্রধান বক্তার বক্তব্যে নগর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, বাংলাদেশের সংবিধানে প্রত্যেক নাগরিকের ভোটাধিকার অধিকার রয়েছে। আওয়ামী লীগ প্রশাসন ও দলীয় সন্ত্রাসের মাধ্যমে দেশের জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। বিএনপির প্রতিটি সৈনিককে ভোটাধিকার ফিরিয়ে আনতে আগামী চসিক নির্বাচনে সকল বাধা বিপত্তি, হুমকি, দুমকি উপক্ষো করে চট্টগ্রাম নগরবাসীর পাশে দাঁড়াতে হবে। মনে রাখবেন কোন স্বৈরাচারী সরকার কখনো মানুষের অধিকার ফিরিয়ে দেয় না। অধিকার আদায় করে নিতে হয়। ভয়কে জয় করে জণগনকে সাথে নিয়ে বিএনপির নেতাকর্মীদের অধিকার আদায়ের সংগ্রামে নামতে হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com