লিভারপুল ও ক্লপের মুকুটে যুক্ত হলো আরেকটি পালক

0

বিবিসি’র বাৎসরিক শো ক্রীড়া ব্যক্তিত্বে বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন ইয়ুর্গেন ক্লপ এবং বছরের সেরা দল নির্বাচিত হয়েছে লিভারপুল।

৩০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ক্লপের অধীনে ২০১৯/২০ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ ঘরে তুলে অলরেডরা।১৯৮৯/৯০ মৌসুমের পর যা তাদের প্রথম।  

নিজেদের ১৯তম প্রিমিয়ার লিগ জেতার পথে রেকর্ডও করে লিভারপুল। ইংল্যান্ডের শীর্ষ লিগে নিকট প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১৮ পয়েন্ট এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড নেই কারও।  

লিভারপুল এর আগে ২০০১ সালে বিবিসি ক্রীড়া ব্যক্তিত্বে বছরের সেরা দলের পুরস্কার জিতেছিল। সেবার সদ্য প্রয়াত কোচ জেরার্ড হলিয়েরের অধীনে ট্রেবল জিতে অলরেডরা।  

আর বছরের সেরা কোচের দীর্ঘ তালিকায় যোগ হলো ক্লপের নাম। এই তালিকায় আছেন গ্যারেথ সাউথগেট (২০১৮), ক্লদিও রেনিয়েরি (২০১৬), আর্সেন ওয়েঙ্গার (২০০২ ও ২০০৪) ও স্যার আলেক্স ফার্গুসন (১৯৯৯)।  

কয়দিন আগে টানা দ্বিতীয়বারের মতো ফিফার বর্ষসেরা কোচও নির্বাচিত হন ক্লপ।  

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com