পাকিস্তানকে উড়িয়ে নিউজিল্যান্ডের সিরিজ জয়
বল হাতে সাউদির জ্বলে উঠা। ব্যাট হাতে টিম সেইফার্ট ও কেন উইলিয়ামসের দাপুটে ইনিংস। হ্যামিল্টনে দ্বিতীয় টি-২০ ম্যাচে পাত্তাই পেল না পাকিস্তান। বরং সফরকারীদের উড়িয়ে ৯ উইকেটের সহজ জয় পেয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। দারুণ জয়ে সিরিজও নিশ্চিত করল কিইউরা। তিন ম্যাচ সিরিজে ২-০ তে এগিয়ে উইলিয়ামসন শিবির।
রোববার আগে ব্যাট করতে নেমে মোহাম্মদ হাফিজের অপরাজিত ৯৯ রানের সুবাদে ৬ উইকেটে ১৬৩ রান করে পাকিস্তান। স্কোর চ্যালেঞ্জিংই ছিল। কিন্তু নিউজিল্যান্ড সব মামুলি বানিয়ে নেয়। চার বল হাতে রেখে মাত্র এক উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় কিইউরা।
ওপেনার মার্টিন গাপটিল ২১ রানে ফিরলেও জয়ের জন্য বাকি কাজটুকু সেরেছেন সেইফার্ট ও উইলিয়ামসন। ৬৩ বলে সর্বোচ্চ ৮৪ রানে অপরাজিত থাকেন সেইফার্ট। তার ইনিংসে ছিল আটটি চার ও তিন ছক্কার মার। ৪২ বলে ৫৭ রানে অপরাজিত থাকেন অধিনায়ক উইলিয়ামসন। তিনি হাঁকিয়েছেন আটটি চার ও একটি ছক্কা। পাকিস্তানের হয়ে একমাত্র উইকেটটি পেয়েছেন ফাহিম আশরাফ।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে পাকিস্তানের হয়ে লড়াই করেছেন মূলত মোহাম্মদ হাফিজই। বাকিরা ছিলেন যেন দর্শক। শেষ পর্যন্ত অপরাজিত হাফিজ। আফসোস, এক রানের জন্য হয়নি তার সেঞ্চুরি। ৫৭ বলে ৯৯ রান করেন তিনি। হাঁকিয়েছেন ১০টি চার ও চারটি ছক্কা।
দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান করেন ওপেনার রিজওয়ান। খুশদিল ১৪, ইমাদ ওয়াসিম ১০ * রান করেন। বাকিদের মধ্যে কেইউ স্পর্শ করতে পারেননি দুই অঙ্কের স্কোর।
বল হাতে নিউজিল্যান্ডের হয়ে ৪ ওভারে ২১ রানে সর্বোচ্চ ৪ উইকেট নেন পেসার টিম সাউদি। ফলে ম্যাচ সেরার পুরস্কারও জেতেন তিনি। বাকি দুটি উইকেট ভাগাভাগি করে নেন জেমস নিশাম ও সোধি।
আগামী মঙ্গলবার ন্যাপিয়ারে অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচ।