তারেক রহমানের ৫৫তম জন্মদিনে গুলশান কার্যালয়ে বিএনপির দোয়া মাহফিল
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলায় সাজার প্রতিবাদে ও আশুরোগ মুক্তি কামনা করে দোয়া করা হয়।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, নজরুল ইসলাম খান, ভাইস-চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, মোহাম্মদ শাহজাহান, মেজর জেনারেল ( অব.) রুহুল আলম চৌধুরী, অধ্যাপক ডা. এজেড এম জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু, অ্যাডভোকেট আহমেদ আজম খান, অ্যাডভোকেট জয়নাল আবেদীন।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা উকিল আবদুস সাত্তার এমপি, সাবিহউদ্দিন আহমেদ, আমান উল্লাহ আমান, এম এ কাইয়ুম, জহুরুল ইসলাম শাহজাদা মিয়া, ইসমাইল জবিউল্লাহ, অধ্যাপক ড. শাহিদা রফিক, গোলাম আকবর খন্দকার, ফজলুর রহমান, ডা. সিরাজুল ইসলাম, অধ্যাপক সুকোমল বড়ুয়া, অ্যাডভোকেট বোরহান উদ্দিন, ডা. ফরহাদ হালিম ডোনার, ড. মামুন আহমেদ প্রমুখ।
যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, এমরান সালেহ পিন্স, শামা ওবায়েদ, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, নজরুল ইসলাম আজাদ, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, শিক্ষা বিষয়ক সম্পাদক ড. ওবায়দুল ইসলাম, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি, ঢাকা মহানগর বিএনপি নেতা কাজী আবুল বাশার, আহসান উল্লাহ হাসান, বজলুল বাসিত আঞ্জু, নবী উল্লাহ নবী, এবিএম আব্দুর রাজ্জাক, ইঞ্জিনিয়র ইশরাক হোসেন।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, ইয়াসমিন আরা হক, রাজিব আহসান , আকরামুল হাসান, জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া জুয়েল, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইতিয়াক আজিজ উলফাৎ, চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার, শায়রুল কবির খানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জাতীয়তাবদাী ওলামা দলের আহবায়ক মাওলানা শাহ মো. নেসারুল হক দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।