যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৫ তম জন্ম বার্ষিকী পালন
২০ নভেম্বর বুধবার লন্ডনের ঐতিহাসিক আলতাব আলী পার্কে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৫ তম জন্ম বার্ষিকী পালন করলো যুক্তরাজ্য বিএনপি। যুক্তরাজ্য বিএনপি সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম এ মালিকের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক কয়সর এম আহমেদের পরিচালনায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে যুক্তরাজ্য বিএনপি এবং এর অঙ্গসংঠনের বিপুল সংখ্যা নেতাকর্মীর উপস্থিতিতে পায়রা ও বেলুন উড়িয়ে পালন করা হয় জন্মদিনের অনুষ্ঠান । এই সময় নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয় গোটা আলতাব আলী পার্ক । যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক তার সভাপতির বক্তব্যে বলেন যে , আমাদের নতুন কমিটির যাত্রা শুরু হলো আমাদের নেতার জন্ম উৎসব পালনের মাধ্যমে । এরপর যুক্তরাজ্য বিএনপির কার্যালয়ে এক কোরআন খতমের পর বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করে দোয়া করা হয়