বাগদান সারলেন শারাপোভা

0

চিরদিনের জন্য ‘হ্যাঁ’ বলে দিয়েছেন মারিয়া শারাপোভা।  

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বৃটিশ ব্যবসায়ী এবং নিউইয়র্ক ভিত্তিক অনলাইন নিলাম হাউস প্যাডেল ৮-এর সহ-প্রতিষ্ঠাতা আলেক্সান্দার গ্লিকসের সঙ্গে বাগদান সেরেছেন ৩৩ বছর বয়সী সাবেক টেনিস তারকা।২০১৮ সালে তাদের সম্পর্কের বিষয়টি প্রথমবার জনসম্মূখে আসে।  

সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে গ্লিকসের সঙ্গে এক যুগল ছবি পোস্ট করে শারাপোভা লিখেছেন, ‘প্রথম যখন সাক্ষাৎ হয়েছিল তখন থেকে আমি  হ্যাঁ বলেছি। এটা আমাদের সামান্য গোপন কথা। তা কি নয়, গ্লিকস। ’ 

উত্তরে ৪১ বছর বয়সী গ্লিকসও নিজের ব্যক্তিগত ইন্সটাগ্রাম পেজে সুখবর দিয়েছেন। লিখেছেন, ‘আমাকে খুব বেশি সুখি ছেলে বানানোর জন্য তোমাকে ধন্যবাদ। আমি সারাজীবন তোমাকে ভালবাসতে চাই এবং তোমার থেকে শিখতে চাই শারাপোভা। ’ 

গ্লিকসের আরেক পরিচয় তিনি বৃটিশ রাজপরিবারের অন্যতম সদস্য প্রিন্স উইলিয়ামের খুব কাছের বন্ধু। ইটন কলেজে পড়াকালীন একজন আরেকজনের সংস্পর্শে আসেন তারা।  

চোটের কারণে চলতি বছরের ফেব্রুয়ারিতে কোর্ট থেকে বিদায় নেন ‘গ্ল্যামার গার্ল’ শারাপোভা। সাবেক নাম্বার ওয়ান রাশান এই টেনিস তারকার ঝুড়িতে আছে চারটি গ্র্যান্ড স্ল্যাম।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com