ইরান ও তুরস্কের মধ্যে বাণিজ্যিক লেনদেন আবার বাড়ছে
ইরান ও তুরস্কের বাণিজ্যমন্ত্রী অর্থনৈতিক লেনদেন বাড়ানোর ওপর জোর দিয়েছেন। বুধবার রাতে ইরানের শিল্প ও বাণিজ্যমন্ত্রী আলী রেজা রাজম হোসেইনি টেলিফোনে তুরস্কের বাণিজ্যমন্ত্রী রুখসার পেকজানের সাথে কথা বলেছেন।
এ সময় ইরানি মন্ত্রী বলেন, করোনা মহামারির কারণে দুই দেশের মধ্যে বাণিজ্যিক লেনদেন কমেছে। এ লেনদেন বাড়াতে হবে।
তিনি আরো বলেন, তুরস্কের ব্যাংকগুলোতে ইরানের অর্থ জমা রয়েছে। কিন্তু যেসব পণ্য ইরানের প্রয়োজন সেগুলো তুরস্কে নেই। তুরস্ক কথা দিয়েছে তারা ইরানের জমাকৃত অর্থ ব্যবহার করে চাহিদা অনুযায়ী পণ্যের ব্যবস্থা করবে।
ইরানের বাণিজ্যমন্ত্রী বলেন, করোনা মহামারির আগে ইরান ও তুরস্কের মধ্যে প্রায় এক হাজার কোটি ডলারের বার্ষিক বাণিজ্য ছিল কিন্তু করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে তা কমে তিন শ’ কোটি ডলারে নেমে এসেছে। তবে দ্বিপক্ষীয় বাণিজ্য আবারো বাড়বে বলে তিনি জানান।
ফোনালাপে তুরস্কের বাণিজ্যমন্ত্রী রুখসার পেকজানও দুই দেশের মধ্যে বাণিজ্যিক লেনদেন বাড়ানোর ওপর জোর দেন।