ইইউ-তে বড়দিনের আগেই টিকাকরণ

0

ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশে একই দিনে টিকা দেয়া শুরু করতে চান ইইউ প্রধান। সম্ভব হলে ক্রিসমাসের আগেই ইউরোপে টিকাকরণের কাজ শুরু হয়ে যাবে। ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টে আশ্বাস দিলেন ইইউ প্রধান উরসুলা ফন ডেয়ার লইয়েন।

বায়োএনটেক ফাইজারের তৈরি ভ্যাকসিন দেয়ার প্রস্তুতি নিচ্ছে ইউরোপ। ইউরোপীয় ইউনিয়নের চিকিৎসা সংক্রান্ত সংস্থা ভ্যাকসিনটিকে এখনো ছাড়পত্র দেয়নি। তবে কয়েক দিনের মধ্যেই তারা ছাড়পত্র দেবে বলে মনে করা হচ্ছে। ছাড়পত্র পেলেই ইউরোপ জুড়ে ভ্যাকসিন দেয়ার কাজ শুরু হবে।

উরসুলা বলেছেন, অপেক্ষাকৃত গরিব দেশগুলোতে যাতে টিকা পৌঁছায় ওই দিকে নজর রাখবে ইইউ। তবে আপাতত ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে যাতে ঠিক মতো ভ্যাকসিনেশন হয় ওই দিকে নজর রাখা হবে।

এ দিকে বুধবারই জার্মানির স্বাস্থ্যমন্ত্রী প্রতিটি প্রদেশের স্বাস্থ্য কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন। ফাইজারের ভ্যাকসিন ছাড়পত্র পেলেই কীভাবে তা দেয়া শুরু হবে তা নিয়ে আলোচনা হয়।

জার্মান স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, সব ঠিক থাকলে আগামী ২৭ ডিসেম্বর থেকে ভ্যাকসিন দেয়া শুরু হবে। বয়স্ক মানুষদের সবার প্রথমে ভ্যাকসিন দেয়া হবে। তার পর সুযোগ পাবেন স্বাস্থ্যকর্মীরা। ফরাসি প্রধানমন্ত্রীও জানিয়েছেন, ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে ফ্রান্সে টিকা দেয়া শুরু হবে।

উরসুলা অবশ্য চাইছেন, ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশে একই দিনে ভ্যাকসিন দেয়া শুরু হোক। সম্ভব হলে তা বড়দিনের আগেই।

সূত্র : ডয়েচে ভেলে

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com