১২ জানুয়ারি আসছে ক্যারিবীয়রা, ওয়ানডে দিয়ে সিরিজ শুরু
আগামী ১২ জানুয়ারির মধ্যে ঢাকায় পা রাখবে জেসন হোল্ডারের দল। ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজ। সোমবার (১৪ ডিসেম্বর) বিকেলে ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
আকরাম খানের দেয়া তথ্য অনুযায়ী, ২০২১ সালের ১২ জানুয়ারির মধ্যে রাজধানী ঢাকায় আসছে ওয়েস্ট ইন্ডিজ। ২০ থেকে ২২ জানুয়ারির মধ্যে সিরিজও শুরু হয়ে যাব। সেটা কি টেস্ট দিয়ে? প্রথম খেলা কি বন্দর নগরী চট্টগ্রামে?
আকরাম খান জানালেন, ‘নাহ, প্রথমে টেস্ট নয়। সফর শুরু হবে ওয়ানডে সিরিজ দিয়ে এবং প্রথম ম্যাচ হবে রাজধানী ঢাকার শেরে বাংলায়।’
বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান মুখ ফুটে না বললেও বোঝাই যাচ্ছে, ঢাকায় পৌঁছানোর পর অন্তত একটি দুইদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ক্যারিবীয়রা।