ভালো করার জন্যই খেলোয়াড়রা ড্রাগ নেয়: ফেলপস
যুক্তরাষ্ট্রের কিংবদন্তি সাঁতারু মাইকেল ফেলপস বলেছেন, প্রতিযোগিতায় ভালো পারফরম্যান্সের জন্যই অনেক সাঁতারু নিষিদ্ধ ড্রাগ নেন। আসন্ন টোকিও অলিম্পিকেও ড্রাগস নেয়া সেই সাঁতারুরা অংশ নেবেন।
অলিম্পিকে ২৩ স্বর্ণজয়ী ফেলপস বলেন, নিষিদ্ধ ড্রাগ নিয়ে অস্বচ্ছতা আগেও ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে। আসন্ন টোকিও অলিম্পিকেও এর ব্যতিক্রম হবে না।
ফেলপস আরও বলেন, আমার সময়ও অনেকে ড্রাগস নিতেন। কিন্তু সবাই ধরা পড়তেন না। আমাকে যতবার ডোপ পরীক্ষা দিতে হয়েছে অন্য কাউকে এতবার পরীক্ষা দিতে হয়নি।
মার্কিন সাঁতারু মাইকেল ফেলপস ২০১২ সালে লন্ডন অলিম্পিকে চারটি স্বর্ণপদক জিতেছিলেন। সেই অলিম্পিকেই ডোপিংয়ের অপরাধে ১৩০ খেলোয়াড়কে বহিষ্কার করা হয়েছিল।
মাইকেল ফেলপস সব মিলে ২৮ অলিম্পিক পদক জিতেছেন। তার মধ্যে ২৩টি স্বর্ণপদক। অনেক ইভেন্টে তিনি বিশ্বরেকর্ড গড়েছেন।