দেশে এখন গণতন্ত্র, আইনের শাসন ও মানুষের মৌলিক অধিকার বলে কিছু নেই: দুলু

0

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশে এখন গণতন্ত্র, আইনের শাসন ও মানুষের মৌলিক অধিকার বলে কিছু নেই। সত্য কথা বললে ও প্রতিবাদ জানালে জেলে যেতে হচ্ছে নতুবা গুম হতে হচ্ছে।

শুক্রবার সকালে নাটোর শহরের আলাইপুরের বিএনপির অস্থায়ী কার্যালয়ে জেলা বিএনপির এক জরুরি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বিএনপি একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক রাজনৈতিক দল। আমরা একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলনের মাধ্যমে এই ভোটবিহীন সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করব। জনগণের ভোটে নির্বাচিত না হওয়ার কারণে দেশে আজকে যে শাসন ব্যবস্থা চলছে সত্যিকার অর্থে এদের কোনো জবাবদিহিতা নেই। আর জবাবদিহিতা না থাকার কারণে আজকে অযোগ্য লোক এমপি-মন্ত্রী হচ্ছে।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com