নিরাপত্তা বিষয়ে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করবে ইরান-তুরস্ক

0

ইরান ও তুরস্কের কর্মকর্তারা নিরাপত্তা বিষয়ে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করার জন্য আলোচনা করেছেন। বৃহস্পতিবার ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী হোসেইন জুলফিকারি এবং তুরস্কের উপর স্বরাষ্ট্রমন্ত্রী মুহতারেম ইনসে আলোচনায় অংশ নেন।

গত মাসে ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদে হত্যাকাণ্ডের ঘটনায় তুর্কি সরকারের ইতিবাচক অবস্থানের প্রশংসা করেন জুলফিকারি। তিনি বলেন, এ অঞ্চলের নিরাপত্তাহীনতা ও সমস্ত সমস্যার মূলে রয়েছে সাম্রাজ্যবাদী মার্কিন সরকার এবং অবৈধ ইহুদিবাদী ইসরাইল।

ইরানের মন্ত্রী আরো বলেন, তার দেশ সবসময় দেশের ভেতরে এবং সীমানার বাইরে যে কোনো ধরনের সন্ত্রাসী তৎপরতার বিরোধী। সীমান্তে সন্ত্রাসীদের তৎপরতা বন্ধ করার জন্য শক্ত পদক্ষেপ নেয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

বৈঠকে তুরস্কের মন্ত্রী আঞ্চলিক নিরাপত্তাহীনতা, সঙ্ঘবদ্ধ অপরাধ এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইরানের অবস্থানের প্রশংসা করেন। এসময় তিনি আবারো তুরস্কের পক্ষ থেকে ইরানে পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদে হত্যাকাণ্ডের ঘটনায় দুঃখ ও সমবেদনা প্রকাশ করেন।

ইরানের সাথে উত্তর-পশ্চিমাঞ্চলে তুরস্কের ৫৩৪ কিলোমিটার সীমান্ত রয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com