মেসি তার দলের জন্য সেরাটাই দেয়ার চেষ্টা করে : রোনালদো

0

মেসি সবসময় তার দলের জন্য সেরাটাই দেয়ার চেষ্টা করে যেমনটা আমিও করি বলে মন্তব্য করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সময়ের দুই সেরা ফুটবলার লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো প্রায় আড়াই বছর পর মঙ্গলবার রাতে ন্যু ক্যাম্পে মুখোমুখি হয়েছিলেন। উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে রোনালদোর জুভেন্টাসের কাছে ০-৩ গোলে হেরে গেছে মেসির বার্সেলোনা। মেসি গোল না পেলেও ম্যাচে জোড়া গোল করেছেন রোনালদো। 

ম্যাচে শেষে সাক্ষাৎকারে রোনালদো জানিয়েছেন, সবসময় মেসির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমার। প্রায় ১২-১৪ বছর আমরা পুরস্কার বিতরণী মঞ্চে একসঙ্গে উঠেছি। আমি কখনো তাকে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখিনি। তিনি আরও বলেন, মেসি সবসময় তার দলের জন্য সেরাটাই দেওয়ার চেষ্টা করে। যেমনটা আমিও করি। তার সঙ্গে সবসময় আমার মিলে যায়। তবে ফুটবলে উত্তেজনা তৈরির লোকজন আমাদেরকে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখে। কিন্তু আমার সঙ্গে তার সম্পর্ক সবসময় বেশ ভালো। দ্বিতীয় লেগে ০-৩ গোলে হারলেও প্রথম লেগে জুভেন্টাসকে ২-০ গোলে হারিয়েছিল মেসির বার্সেলোনা। তবে মঙ্গলবার রাতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই ইতালিয়ান ক্লাবটি গ্রুপপর্ব শেষ করেছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com