তামিমের ব্যাটিংয়েই আত্মবিশ্বাস পান ইমন
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে মঙ্গলবার রেকর্ড গড়া এক ইনিংস উপহার দিয়েছেন পারভেজ হোসেন ইমন। ৪১ বলে অপরাজিত ১০০ রানের ইনিংস খেলে দেশের হয়ে টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরিয়ান এখন তিনি। আগে যে কীর্তিটি ছিলেন তামিম ইকবালের।
ফরচুন বরিশালে তামিমের নেতৃত্বেই খেলছেন ইমন। এদিন ব্যাটিংয়ে আবার তামিমের খেলা থেকেই প্রেরণা নিয়ে ভেঙেছেন তামিমের রেকর্ড।
ইমন ৯ চার ও ৭ ছক্কায় নিজের ইনিংস সাজান। তার টর্নেডো ইনিংসে মিনিস্টার গ্রুপ রাজশাহীর দেওয়া ২২১ রানের লক্ষ্য ১১ বল বাকি থাকতেই পেরিয়ে যায় বরিশাল। নাজমুল হোসেন শান্ত ৫৫ বলে ১০৯ রান করেও হারের বেদনায় পোড়েন।
ম্যাচ শেষে নিজের ইনিংস নিয়ে ইমন বলছিলেন, ‘আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। এটা বলে আসলে বোঝানো যাবে না, কেমন লাগছে। এটা আমার জন্য আসলে অনেক ভালো হয়েছে, আমাকে অনেক আত্মবিশ্বাস দিয়েছে।’
ইমন উইকেটে এসে অন্য প্রান্তে পেয়েছিলেন তামিমকে। জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক দুর্দান্ত খেলছিলেন। ৩৭ বলে করেন ৫৩ রান। তামিমের ব্যাটিং থেকেই প্রেরণা নিয়ে জ্বলে ওঠেন ইমন।
বলছিলেন, ‘উনি (তামিম ভাই) আমাকে শুধু বলেছেন, নিজের স্বাভাবিক খেলাটা খেলতে। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে যে, ওনার ব্যাটিং দেখলে আমার নিজের আত্মবিশ্বাস তৈরি হয়। আমি মনে করি, ওটাই আমাকে অনেক সাহায্য করেছে।’