ক্ষুদ্রশিল্পে বাংলাদেশকে ৪২৫ কোটি টাকা দিচ্ছে এডিবি
করোনাকালীন বাংলাদেশের ক্ষুদ্রশিল্পকে সচল রাখতে ৫ কোটি ডলারের (বাংলাদেশি মুদ্রায় ৪২৫ কোটি টাকা প্রায়) ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
মঙ্গলবার (০৮ ডিসেম্বর) এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এই অর্থ বৈশ্বিক করোনা ভাইরাস মহামারির কারণে ক্ষতিগ্রস্ত ছোট শিল্পপ্রতিষ্ঠানগুলোকে সহজ শর্তে ঋণ হিসেবে দেয়া হবে।
এডিবি’র বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগী সংগঠনগুলোর মাধ্যমে গ্রামাঞ্চলের ছোট শিল্পপ্রতিষ্ঠানের মাঝে এ ঋণ বিতরণ করা হবে।
এডিবির বাংলাদেশ প্রিন্সিপাল কান্ট্রি স্পেশালিস্ট জ্যোৎসানা ভার্মা বলেন, ‘এই অতিরিক্ত অর্থ চলমান প্রকল্প এগিয়ে নিতে সহায়তা করবে। ছোট শিল্পপ্রতিষ্ঠানগুলোকে সহজে ঋণ দিয়ে তাদের ব্যবসা চলমান রাখতে সহায়তা করবে। পাশাপাশি, মহামারির কারণে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলো তাদের কর্মীদের ধরে রাখতে পারবে।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পিকেএসএফ করোনা ভাইরাস মহামারির কারণে ক্ষতিগ্রস্ত কমপক্ষে আরও ৩০ হাজার ছোট শিল্পপ্রতিষ্ঠানকে এই ঋণ দিতে পারবে। এসব প্রতিষ্ঠানের প্রায় ৭০ শতাংশ নারীরা পরিচালনা করেন।
এডিবির মাইক্রোএন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পের অধীনে পিকেএসএফ’র ৭৭টি সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে কমপক্ষে ৩৯ হাজার ৬৮০ ছোট শিল্পপ্রতিষ্ঠানকে ঋণ সুবিধা দিয়েছে, যেখানে ৯১ হাজার ৪৩০ জনের কর্মসংস্থান করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।