আ.লীগ সরকার নির্বাচন কমিশনকে দলীয় সংস্থায় পরিণত করেছে: মির্জা ফখরুল

0

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ নির্বাচন ব্যবস্থার ওপর থেকে জনগণের আস্থা চলে গেছে । এ সরকার ক্ষমতায় আসার পর থেকে নির্বাচন কমিশনকে তাদের দলীয় সংস্থায় বিবেচনা করে প্রশাসনকে ব্যবহার করে। তাদের মতো এ সরকারের ওপর জনগণের আস্থা উঠে গেছে। তাই জগণকেই ভোট কেন্দ্রে আসতে হবে এবং এসে প্রমাণ করতে হবে তারা নিজের প্রার্থীকে ভোট দিতে চায়।

সোমবার দুপুরে ঢাকা থেকে ঠাকুরগাঁও যাওয়ার পথে সৈয়দপুর বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।  

তিনি ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা নির্বাচন বাতিল প্রসঙ্গে বলেন, এখন পর্যন্ত নির্বাচন কমিশন একটি ভোটের ক্রিয়েটিভিলিটি প্রমাণ করতে পারেনি, সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।  এ কমিশন একটি হাস্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।  এ ব্যাপারে মন্তব্য করার কোনো প্রয়োজন হয় না।  এটা একটা অযোগ্য প্রতিষ্ঠান।  বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com