মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে হয়রানি বন্ধের আহ্বান জামায়াত আমীরের

0

বিশ্ব বরেণ্য মুফাসসিরে কোরআন কারাবন্দী আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে হয়রানি বন্ধ করে অবিলম্বে মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

সোমবার এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘বিশ্ব বরেণ্য মুফাসসিরে কোরআন কারাবন্দী আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী বর্তমানে ৮২ বছর বয়সে কারাগারে অসুস্থ অবস্থায় আছেন। অধিকন্তু তিনি করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন। এ পরিস্থিতিতে সোমবার তাকে দশ বছরের পুরানা দুটি মামলায় ঢাকা আলিয়া মাদরাসার মাঠে স্থাপিত বিশেষ আদালতে হাজির করা হয়।’

তিনি বলেন, ‘দেশবাসী অবগত আছেন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে মানবতাবিরোধী অপরাধে ষড়যন্ত্রমূলক মামলায় আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। তিনি কারাগারে মানবেতর জীবন-যাপন করছেন। এ অবস্থায় ভিন্ন মামলায় আদালতে হাজির করে তাকে শারীরিক ও মানসিকভাবে কষ্ট দেয়া হয়েছে। এটা তার উপর চরম জুলুম।’

বিবৃতিতে তিনি আরো বলেন, ‘উপরন্তু আল্লামা সাঈদীকে পরিবারের সাথে দেখা-সাক্ষাৎ করতে দেয়া হচ্ছে না। একজন বরেণ্য আলেমের সাথে এ ধরনের আচরণ করে সরকার তার মৌলিক অধিকার লঙ্ঘন করেছে এবং তার উপর জুলুম করেছে। আল্লামা সাঈদীর উপর জুলুম ও হয়রানি বন্ধ করে তাকে অকিলম্বে মুক্তি দেয়ার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।’
প্রেস বিজ্ঞপ্তি

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com