বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরকারীদের চরম মূল্য দিতে হবে: আ’ লীগ
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করে যারা ‘ধৃষ্টতা দেখিয়েছে, তাদের চরম মূল্য দিতে হবে’ উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্মাণাধীন ভাস্কর্য নির্মাণ হবেই।
সোমবার সচিবালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের এসব কথা বলেন।
তিনি বলেন, ‘ভাস্কর্য কে করলো এটা তো কোনো বিষয় না। এ ধরনের ঘটনা সংবিধান ও রাষ্ট্রদ্রোহের শামিল। কারণ বঙ্গবন্ধু সাংবিধানিকভাবে বাংলাদেশের জাতির পিতা। বিভিন্ন ইসলামিক দেশে- সৌদি আরব, কাতার, মিসর, ইরান, তুরস্ক, পাকিস্তানেও ভাস্কর্য আছে। তাদের চেয়েও কি আমরা বড় মুসলমান? তারা তো সেখানে ভাস্কর্য নিয়ে কথা বলে না।’
তিনি আরো বলেন, ‘মূর্তি হলো দেবতাদের আর ভাস্কর্য মানুষের। দেবতাকে পূজা করা হয়, কিন্তু এখানে মানুষকে পূজা করা হচ্ছে না। কাজেই এটাকে তারা কেন এভাবে নিচ্ছে?’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বঙ্গবন্ধুর ভাস্কর্যের ওপর হামলা করার যে ধৃষ্টতা তারা দেখিয়েছে তাদের চরম মূল্য দিতে হবে। যারাই করুক এ বিষয়ে আপোষহীন।’
যারা ভাস্কর্য ভেঙেছে বা হুকুম দিয়েছে, তাদের আসামি করা হবে কি না প্রসঙ্গে কাদের বলেন, ‘উপযুক্ত প্রমাণ পেলে কাউকে ছাড় দেয়া হবে না। আমরা সরকারে আছি। হুট করে মাথা গরম করে সিদ্ধান্ত নেয়া যাবে না।’
প্রধানমন্ত্রী বিষয়টি নিজেই দেখছেন উল্লেখ করে কাদের বলেন, ‘আমরা ভেবে চিন্তে যুক্তি দিয়ে সিদ্ধান্ত নিতে চাই। বাংলাদেশে ধর্ম খুব সংবেদনশীল। তাই আমরা হুট করে কোনো সিদ্ধান্ত নিয়ে উস্কানিমূলক কিছু করে দেশে অস্থিতশীল অবস্থা তৈরি হোক, আমরা চাই না। আমরা যুক্তি দিয়ে বলতে চাই।’
সূত্র : ইউএনবি