দিল্লির প্রতিবাদ উপেক্ষা করে ভারতের কৃষকদের পাশে ট্রুডো

0

ভারতের কৃষক আন্দোলন নিয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর করা মন্তব্যের পরই দিল্লিতে কানাডার হামকমিশনারকে তলব করে প্রতিবাদ জানানো হয়েছিল।

ভারত সরকারের ওই প্রতিবাদ উপেক্ষা করে নিজের অবস্থানে অনড় রয়েছেন কানাডার প্রধানমন্ত্রী। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান জানার পরও শুক্রবার আবারও তিনি স্পষ্ট করে বলেছেন, কৃষক আন্দোলনের পাশেই আছি আমি। টাইমস অব ইন্ডিয়ার।

জাস্টিন ট্রুডো বলেন, কানাডা পৃথিবীজুড়েই সব শান্তিপূর্ণ আন্দোলনের পাশে আছে ও থাকবে। তিনি বলেন, আমরা খুশি যে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করতে ভারত সরকার উদ্যোগ নিচ্ছে।

ট্রুডো আর মন্ত্রিসভার কয়েকজন সদস্য ভারতে চলা কৃষক আন্দোলন নিয়ে মন্তব্য করায় ভারতে নিযুক্ত কানাডার হাইকমিশনারকে বৃহস্পতিবার তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

একটি বিবৃতি ভারত জানায়, ট্রুড়োর এই মন্তব্য ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ। এমন চলতে থাকলে দুই দেশের সম্পর্কে প্রভাব পড়তে বাধ্য।

ভারত দুই দেশের সম্পর্ক নষ্ট হওয়ার হুমকি দিলেও শেষ পর্যন্ত নিজের অবস্থানে অনড় ট্রুডো।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com