এবার সুপ্রিম কোর্টে আগুন

0

বিচারিক আদালতে অগ্নিকাণ্ডের তিন সপ্তাহের মাথায় বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের ৪ নম্বর প্রশাসনিক ভবনের নিচতলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। 

রবিবার (০৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সুপ্রিম কোর্টের বিচার কার্যক্রম চলাকালে এ আগুন লাগার ঘটনাটি টের পাওয়া যায়। 

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তবে আগুনের সূত্রপাতের কিছুক্ষণের মধ্যেই তা নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গেছে। 

গেল ১৬ নভেম্বর রাজধানীর ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আগুন লাগার ঘটনা ঘটে। তাতে মামলার অসংখ্য নথিপত্র পুড়ে ও পানিতে ভিজে নষ্ট হয়ে যায়। 

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.