বিরোধীদের আপত্তি সত্ত্বেও ভেনেজুয়েলায় ভোটগ্রহণ শুরু

0

বিরোধী দলের নেতা-কর্মীদের আপত্তি সত্ত্বেও ভেনেজুয়েলায় আজ রবিবার জাতীয় পরিষদের সদস্য নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। জাতীয় পরিষদে দেশটির বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ইউনাইডেট সোশালিস্ট পার্টি যাতে সংখ্যাগরিষ্ঠতা ফিরে পায় সে জন্যই এ নির্বাচনের আয়োজন করা হয়েছে।

দেশটির স্বঘোষিত প্রেসিডেন্ট ও জাতীয় পরিষদের স্পিকার হুয়ান গুয়াইদো আগেই নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছেন। বিরোধী দলীয় নেতা হুয়ান গুয়াইদো দেশটির বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রতিপক্ষ ও সমালোচক হিসেবে সারা বিশ্বে পরিচিত। যুক্তরাষ্ট্র সমর্থিত রাজনীতিবিদ হুয়ান গুয়াইদো বলেছেন, এ নির্বাচন জাতীয় পরিষদকে সরকারের নিয়ন্ত্রণে নেওয়ার একটি প্রতারণাপূর্ণ প্রচেষ্টা।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন ও অরগানাইজেশন অব আমেরিকান স্টেটস (ওএএস) বলেছে, নির্বাচনের সুষ্ঠ হওয়া নিয়ে তাদের সংশয় রয়েছে। 

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com