জর্জিয়ার ফল পাল্টে দিতে চাপ দিচ্ছেন ট্রাম্প

0

যুক্তরাষ্ট্রে ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচনের এক মাস পেরিয়ে গেলেও এখনো পরাজয় মানতে রাজি নন ৪৫তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোনো প্রমাণ ছাড়াই তার দাবি, নির্বাচনে জো বাইডেন জিতেছেন কারচুপি করে।

গত ৩ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে জর্জিয়া অঙ্গরাজ্যে খুব সামান্য ব্যবধানে জিতেছেন নতুন নির্বাচিত প্রেসিডেন্ট বাইডেন। ১৯৯২ সালের পর রাজ্যটিতে কোনো ডেমোক্রেট প্রার্থী জিতেছে। বাইডেন বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে ক্ষমতা বুঝে নেবেন আগামী ২০ জানুয়ারি। এরই মধ্যে জানা গেছে, জর্জিয়া অঙ্গরাজ্যে ফলাফল পাল্টে দিতে জর্জিয়ার গভর্নরকে চাপ দিচ্ছেন ট্রাম্প।ট্রাম্প ওই বিষয়ে বেশ কয়েকটি টুইটও করেছেন। জর্জিয়ার গভর্নর ব্রায়ান কেম্প ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির রাজনীতিবিদ। ট্রাম্প ব্রায়ানকে রাজ্য আইসভার বিশেষ অধিবেশন আহ্বানের অনুরোধ জানিয়েছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com