সরকারি ভাবেও বাইডেনের কাছে হারলো ট্রাম্প

0

হার না স্বীকার করলেও ডেমোক্র্যাটপ্রার্থী জো বাইডেনের কাছে সব ভাবেই হেরে যাচ্ছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ভোটে জয় পাওয়া বাইডেনের জয়ের রথে আরেকটা পালক চড়ালো ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য কর্তৃপক্ষ। সরকারিভাবে দেয়া ঘোষণায় হোয়াইট হাউসে যাওয়ার পথে প্রথম ধাপ চুড়ান্ত হলো তার।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল প্রত্যয়ন করেছে অঙ্গরাজ্যটি। সেখানের ৫৫টি ইলেকটোরাল ভোট সরকারিভাবে ডেমোক্র্যাটপ্রার্থী জো বাইডেনের পক্ষে জমা হলো। এর মাধ্যমে বাইডেন সরকারিভাবে বিজয়ের জন্য প্রয়োজনীয় ইলেকটোরাল কলেজ জিতে নিলেন। 

যদিও এর আগ পর্যন্ত বেসরকারিভাবে বাইডেনকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল। সিএনএন টিভি চ্যানেলের পক্ষ থেকে সর্বপ্রথম তাকে পরবর্তী প্রেসিডেন্ট ঘোষণা দেওয়া হয়।

ক্যালিফোর্নিয়া রাজ্যের সেক্রেটারি অব স্টেট অ্যালেক্স পাডিলা আনুষ্ঠানিকভাবে রাজ্যের নির্বাচনের ফলাফল অনুমোদন দিলে  পর বাইডেনের পক্ষে সরকারিভাবে ঘোষিত ইলেকটোরাল কলেজের সংখ্যা দাঁড়াল ২৭৯টিতে। নির্বাচনে জিততে ২৭০টি ইলেকটোরাল ভোটের প্রয়োজন।

তবে এখন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের বিজয়কে মেনে নেননি এবং  নির্বাচনের ফল পাল্টে দিতে অব্যাহতভাবে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। 

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com