ফিলিস্তিনের সাথে শান্তি আলোচনা করতে ইসরাইলের সাথে বৈঠকে বসল জর্ডান
ফিলিস্তিনের সঙ্গে স্থগিত হয়ে থাকা শান্তি আলোচনা পুনরায় শুরু করতে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলকে চাপ দিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরল বৈঠক করেছেন জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি।
বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) দখলকৃত পশ্চিম তীরের বাদশাহ হুসেইন সেতু ক্রসিংয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের পর জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইসরাইলের সঙ্গে সংঘাত অবসানের মূল বিষয় হচ্ছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা।
গত মাসের আমেরিকার নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেনের জয়ের পর ফিলিস্তিনের প্রতি সমর্থন বাড়াতে চাইছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের নেতা মাহমুদ আব্বাস। আর এই উদ্দেশে আরব সফরে বেরিয়েছেন তিনি। তারই অংশ হিসেবে সম্প্রতি জর্ডান সফর করেন মাহমুদ আব্বাস। আর এর পরেই ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন জর্ডানের মন্ত্রী।