গির্জায় আগুন দেয়ার চেষ্টা রুখে দিল ফিলিস্তিনি মুসলমানেরা
অধিকৃত বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেমে গির্জায় আগুন দেয়ার অপচেষ্টা রুখে দিয়েছে ফিলিস্তিনি মুসলমানেরা। শুক্রবার জাবাল জেইতুন এলাকার পাশে অবস্থিত আল জাসমানিয়া গির্জায় আগুন দিতে গিয়েছিল এক ইহুদিবাদী উপশহরবাসী।
এই ইহুদিবাদী যখন গির্জার ভেতরে ঢুকে সেখানকার আসবাবপত্রে পেট্রোল ঢেলে আগুন লাগাচ্ছিল তখনই মুসলমানেরা তা টের পেয়ে সেখানে উপস্থিত হয়। তারা গির্জায় গিয়ে তাকে ধরে ফেলে। এরপর সেখানে উত্তেজনা দেখা দেয় এবং সংঘর্ষ হয়।
এ ঘটনার পর দখলদার ইসরায়েলি সেনারা গির্জায় প্রবেশ করে এবং অপরাধী ইহুদিবাদীকে মুক্ত করে তাদের সঙ্গে নিয়ে যায়।