আমেরিকা-সৌদির চাপে পিছু হটে ইসরাইলকে স্বীকৃতি দিবেন না ইমরান খান

0

আমেরিকা, সৌদি আরব এবং তাদের মিত্র দেশগুলোর চাপে পিছু হটে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সরকার কোনভাবেই ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলকে স্বীকৃতি দিবে না বলে জানিয়েছে দেশটির ক্ষমতাসীন দল তেহরিক-ই-ইনসাফ।

রবিবার (২৯ নভেম্বর) দলটির পক্ষ থেকে এক টুইট বার্তায় এই ঘোষণা দেওয়া হয়।

টুইট বার্তায় বলা হয়েছে, ফিলিস্তিনের জনগণের ইচ্ছার প্রতিফলন এবং জাতিসংঘের প্রস্তাবের ন্যায়সঙ্গত এবং সুষ্ঠু নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পাকিস্তান ইসরাইলকে স্বীকৃতি দিবে না।

এছাড়া ইসলামাবাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাহিদ হাফিজ চৌধুরী টুইট বার্তায় জানান, ফিলিস্তিনি জনগণের অধিকারের প্রতি পাকিস্তানের দৃঢ় সমর্থন থাকবে।

এর আগে গত মাসে ইমরান খান বলেন, আমেরিকায় ইসরাইলের গভীর প্রভাব ইসলামাবাদে চাপ সৃষ্টির পেছনে রয়েছে। এছাড়া চাপ সৃষ্টির পেছনে সৌদি আরব রয়েছে বলে ইঙ্গিত দেন ইমরান খান।

ইমরান খান বলেন, নির্দিষ্ট কিছু বিষয় আছে যা আমরা বলতে পারি না কারণ তাদের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো, এবং আমরা চাই না তাদের অস্বস্তির কারণ হতে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com