সৌদি আরবের ওপর দিয়ে যাবে ইসরাইলের বিমান; অনুমতি দিল রিয়াদ
ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বাণিজ্যিক বিমানকে নিজেদের আকাশপথ ব্যবহারের অনুমতি দিয়েছে সৌদি আরব।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইহুদী জামাতা ও উপদেষ্টা জ্যারেড কুশনারের সঙ্গে সৌদি বাদশাহ মুহাম্মাদ বিন সালমানের বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছে ইসরাইলি গণমাধ্যম। খবর রয়টার্স ও বিবিসির।
সংযুক্ত আরব আমিরাত যেতে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বাণিজ্যিক বিমান এখন থেকে সৌদি আরবের আকাশপথ ব্যবহার করবে।
কুশনার সৌদি প্রশাসনের বৈঠকে বিমান চলাচলের ইস্যুটি উত্থাপন করেন মধ্যপ্রাচ্যবিষয়ক মার্কিন দূত এভি বেরকোইৎস ও ব্রায়ান হুক।