মাজলুমের হাতে হাত রেখে জালিমের বিরুদ্ধে লড়ব: এরদোগান

0

ফিলিস্তিন ইস্যুতে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেন, ফিলিস্তিনি ভাইদের কখনোই একা ছেড়ে দিবো না। আমরা সবসময় মাজলুমের সাথে আছি। মাজলুমের হাতে হাত রেখে জালিমের বিরুদ্ধে লড়াই করবো।

রবিবার (২৯ নভেম্বর) ইস্তাম্বুলে অবস্থিত আল কুদস ফোরামের নতুন ভবন উদ্বোধন উপলক্ষে লিখিত বক্তব্যে তুর্কী প্রেসিডেন্ট এসব কথা বলেন।

তিনি বলেন, জেরুসালেম সাধারণ কোনো ইস্যু নয়। এটা আমাদের হৃদয়ের সাথে সম্পৃক্ত। এমনকি বিশ্বের ১৮০ কোটি মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ আল কুদস।

১৯৬৭ সালের পর থেকে নানান অবিচারের মধ্য দিয়ে দিন অতিবাহিত করছে ফিলিস্তিনি ভাইগণ। আমরা তাদের সাথে আছি এবং কখনো একা ছেড়ে দিবো না।

ফিলিস্তিন শুধু আরব বা মুসলিম বিশ্বের জন্য ইস্যু নয়। বরং রাজনীতি বা ধর্মের উর্ধ্বে সবাই ফিলিস্তিনিদের পক্ষাবলম্বন করে আসছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com