পরবর্তী নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিতে পারেন ট্রাম্প

0

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের বিষয়টি বিবেচনা করছেন। আর ২০২১ সালের ২০ জানুয়ারি জো বাইডেনের দায়িত্ব গ্রহণকালে এ বিষয়ে তার পরিকল্পনার ঘোষণা দিতে পারেন তিনি। নিউজ পোর্টাল ‘দ্য ডেইলি বিস্ট’ তার নিজস্ব সূত্রের উদ্ধৃতি দিয়ে এ খবর জানিয়েছে।

নির্বাচনের চার বছর বাকি থাকতে এ বিষয় নিয়ে ট্রাম্প তার উপদেষ্টাদের সাথে আলাপ আলোচনা করেছেন বলেও ওয়েব পোর্টালটি জানিয়েছে।

এদিকে ‘দ্য হিল নিউজপেপার’ ও ‘হ্যারিসএক্স’ পরিচালিত এক জরিপ থেকে জানা গেছে প্রায় ৪৭ শতাংশ মার্কিন নাগরিক বিদায়ী প্রেসিডেন্টের ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেয়াকে সমর্থন করছেন।

গত ৩ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে প্রয়োজনীয় ২৭০টি ইলেক্টোরাল ভোটের চেয়েও বেশি পেয়ে জো বাইডেন বিজয়ী হয়েছেন। কিন্তু ট্রাম্প এখনও পরাজয় স্বীকার করেন নি। বরং তিনি নির্বাচনে জালিয়াতির অভিযোগ করে একের পর এক মামলা করে যাচ্ছেন।

এদিকে দেশটির সকল অঙ্গরাজ্যকে আগামী ১২ ডিসেম্বরের মধ্যে ফলাফল সার্টিফাই করার কাজ শেষ করতে হবে। ইলেক্টররা ১৪ ডিসেম্বর স্ব-স্ব রাজ্যের হয়ে তাদের ভোট প্রদান করবেন।

আগামী ৬ জানুয়ারি প্রতিনিধি পরিষদ ও সিনেট উভয়ে এক যৌথ অধিবেশনে ইলেক্টরাল ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করবে।

নব-নির্বাচিত প্রেসিডেন্ট ২০ জানুয়ারি শপথ নেবেন এবং আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে তার দায়িত্ব পালন শুরু করবেন। বাসস

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com