মানুষের দৃষ্টি ফেরানোর যে চক্রান্ত ও ষড়যন্ত্র সেই জায়গায় গিয়ে রেহায় পাবে না আ.লীগ সরকার: বিএনপি

0

আওয়ামী লীগের ‘চোরদের জোর’ বেড়েই চলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও যুবদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

তিনি বলেছেন, ‘দেশে দ্রব্যমূল্য কোথায় গিয়ে ঠেকেছে? বাজারে গেলে মানুষের মাথা নষ্ট হয়ে যায়। বিদ্যুতের দাম, গ্যাসের দাম, পানির দাম প্রতিনিয়ত বাড়ানো হচ্ছে। আবার নতুন করে আওয়ামী লীগের সেই চোরদের ব্যাংকের পরিচালনা পরিষদে অন্তর্ভুক্ত করা শুরু করেছে। ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের সাবেক নেতাকর্মীদের আওতাভুক্ত করা শুরু করেছে। আপনাদের মনে আছে সোনালী ব্যাংক, বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকের লুটপাট যখন চূড়ান্ত পর্যায়ে তখন অর্থমন্ত্রী এই নিয়োগগুলো বন্ধ করেছিলেন। সেগুলো আবার শুরু হয়েছে। এর মধ্য দিয়ে আরেক দফা লুটপাটের চক্রান্ত চলছে।’

গতকাল সোমবার (৩০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। 

আওয়ামী লী‌গ সভাপ‌তি ও প্রধানমন্ত্রী শেখ হা‌সিনাকে নিজ ঘর সামলানোর পরামর্শ দিয়ে তাঁর উদ্দেশ্যে আলাল বলেন, ‘আগে নি‌জের ঘর সামলান, পরে জিয়ার দিকে, বেগম খালেদা জিয়ার দিকে, তারেক রহমানের দিকে তাকান।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘মনে রাখবেন, আপনার ঘরের ভেতরেই একটা ইতিহাস লেখা আছে। বাইরের ইতিহাস দেখার প্রয়োজন নাই। রাজনীতির বড় ট্র্যাজেডি হচ্ছে ঘরের মধ্যেই বিভীষণ জন্ম নেয়। সুতরাং আগে ঘর সামলান।’

মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘ইচ্ছা করলে সারা দেশে মানববন্ধন করা যায়। সারা দেশে বিক্ষোভ ছড়িয়ে দেয়া যায়। মানুষকে সংঘবদ্ধ করে অনেক বড় পরিবর্তন সূচনা করা যায়। কিন্তু আমরা এই মুহূর্তে সেটা করছি না। কারণ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মানুষের কল্যাণে রাজনীতি করে গেছেন। জনগণের শান্তির উদ্দেশ্যে রাজনীতি করে গেছেন। এবং তিনি এমন একটি দল প্রতিষ্ঠা করে গেছেন যে দল নিজে অত্যাচার সহ্য করে জনগণকে অত্যাচার থেকে রক্ষা করে। সেই দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।’

যুবদলের সাবেক এ সভাপতি বলেন, ‘যে সমস্ত বন্ধুরা শেয়ার মার্কেটের সাথে জড়িত আছেন লক্ষ করে দেখবেন, বেক্সিমকোর সেই শকুনের থাপা আবার শেয়ার মার্কেটে বসছে। আবার আমরা দেখতে পাচ্ছি বেক্সিমকোর মাধ্যমেই কোভিডের টিকা আনার জন্য চুক্তি করা হয়েছে। সেই ভারতীয় প্রতিষ্ঠান সিরাম ইন্সটিটিউট অব ইন্ডিয়া বাংলাদেশে আগাম টিকা পাঠাতে চাচ্ছে। এই যে বড় বড় লুটপাট এখান থেকে মানুষের চোখ সরানোর জন্য মানুষের হৃদয়ে থাকা জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, আজকের প্রেক্ষাপটে তারেক রহমানকে নিয়ে নানা বিতর্ক ছড়ানো হচ্ছে। সেই জায়গাগুলোতে সরকার বারবার আঘাত করছে। এবং এটা পুরাপুরি প্রধানমন্ত্রীর নির্দেশনায় হচ্ছে।’

তিনি বলেন, ‘ব্যাংক লুট, বড় বড় বাজেটের নামে লুট, শেয়ার বাজার লুট করে দেশের জনগণকে নিঃস্ব করে, সর্বস্বান্ত করে আপনাদের রাজত্ব কায়েমের যে স্বপ্ন সেই স্বপ্ন প্রতিষ্ঠিত হবে না। যতদূর হয়েছে হয়েছে, আর হবে না। এখন আর আপনাদের বিদেশি প্রভুদের সাহায্য পাবেন না। আর বাংলাদেশের মানুষ তো আপনাদের অনেক আগেই ডিভোর্স দিয়েছে। যে কারণে এই হুদার (প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা) মত ভুয়া নির্বাচন কমিশন দিয়ে নির্বাচন করাচ্ছেন। যে কারণে ভোটের ওপর থেকে মানুষের আগ্রহ এতটাই কমে গেছে যে তারা এখন ভোট নিয়ে চিন্তা করে না। বরং চিন্তা করে আলুর দাম, পেঁয়াজের দাম, চালের দাম নিয়ে।’

বিএনপির এ নেতা বলেন, ‘মানুষের দৃষ্টি ফেরানোর যে চক্রান্ত ও ষড়যন্ত্র সেই জায়গায় গিয়ে রেহায় পাবে না সরকার। বিমানবন্দরের নাম পাল্টানোর জন্য ১২শ কোটি টাকা, রোবটের ১২শ কোটি টাকা, লাল পতাকার ৯২ কোটি টাকা, স্যাটেলাইটের যে টাকা এসব টাকার পাই পাই হিসাব দিতে হবে। দেশের মানুষের কাঠগড়ায় দাঁড়িয়ে প্রতিটি টাকা পাই পাই হিসাবে বুঝিয়ে দিতে হবে।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com