ইরানের বিজ্ঞানীকে হত্যার পর সংযত থাকার আহ্বান জাতিসঙ্ঘের
ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানীকে হত্যার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে জাতিসঙ্ঘ সংযত থাকার আহ্বান জানিয়েছে।
শুক্রবার ইরানের পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহকে সন্ত্রাসী হামলা চালিয়ে হত্যা করা হয়। ইরান এ হত্যাকাণ্ডের জন্যে ইসরাইলকে দায়ী করে প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করে।
শনিবার জাতিসঙ্ঘের একজন মুখপাত্র বলেন, ‘আমরা সংযত থাকার এবং ওই অঞ্চলে উত্তেজনা বাড়ার মতো যে কোনো কাজ থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।’
তিনি আরো বলেন, ‘আমরা বিচারবহির্ভূতসহ যে কোনো হত্যাকাণ্ডের নিন্দা জানাচ্ছি।’ বাসস