পাকিস্তানের প্রতিরক্ষার মেরুদণ্ড হলো সমরাস্ত্র কারখানা

0

পাকিস্তান সেনাবাহিনী প্রধান জেনারেল কমর জাভেদ বাজওয়া শুক্রবার (২৭ নভেশ্বর) রাওয়ালপিন্ডির কাছে ওয়াহ ক্যান্টনমেন্টে পাকিস্তানের সমরাস্ত্র কারখানাগুলো (পিওএফ) পরিদর্শন করেছেন। এ সময় তাকে বিভিন্ন প্রডাকশন ইউনিটের বিস্তারিত কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়।

ব্রিফিংয়ে লক্ষ্য অর্জন, ভবিষ্যৎ প্রকল্প, ব্যয়সাশ্রয়ী করতে আধুনিকায়নের পরিকল্পনা, টেকসই উৎপাদন ও পাকিস্তান সশস্ত্র বাহিনীর অপারেশনাল প্রয়োজন মেটাতে আধুনিক প্রযুক্তি হাসিলের মতো বিষয়গুলো বিশেষভাবে তুলে ধরা হয়।

জাতীয় কোষাগারে অবদান রাখার লক্ষ্যে পিএএফ-এর গৃহীত উদ্যোগগুলো অবহিত করা হয়।

আইএসপিআর জানায়, জেনারেল কমর ডিসেপ্লে লাউঞ্জ পরিদর্শন করেন। সেখানে নতুন তৈরি করা প্রতিরক্ষা সামগ্রী রাখা হয়েছে।

এসময় সেনাপ্রধান উৎপাদন সর্বোচ্চকরণে নিবেদিত প্রাণ পিওএফ-এর ব্যবস্থাপনা ও স্টাফদের প্রশংসা করে বলেন, পাকিস্তানের প্রতিরক্ষায় সশস্ত্র বাহিনীর জন্য মেরুদণ্ড হিসেবে কাজ করছে পিওএফ।

তিনি আরো বলেন, ভবিষ্যৎ যুদ্ধক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবেলায় আত্মনির্ভরতা অর্জনের জন্য প্রতিরক্ষা উৎপাদনে প্রযুক্তিগত উন্নয়ন, আধুনিকায়ন ও দেশীয়করণ অপরিহার্য।

সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com