করোনা শেষ হলে মালয়েশিয়ায় নির্বাচন হবে: মুহিউদ্দিন ইয়াসিন
মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন জানিয়েছেন যে করোনাভাইরাস মহামারী শেষ হলে তার দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
শনিবার (২৮ নভেম্বর) তার বেরাসাতু দলের ভার্চুয়াল বার্ষিক সাধারণ সভায় এক বক্তৃতায় তিনি এই তথ্য জানান।
মুহিউদ্দিন ইয়াসিন বলেন, আল্লাহ চাইলে কোভিড -১৯ শেষ হলে নির্বাচনের আয়োজন করা হবে। জনগণ কোন সরকার চায় তার অধিকার গনগণকে ফিরিয়ে দেব যাতে তারা তাদের পছন্দের সরকার বেছে নিতে পারেন।
এর আগে গত বৃহস্পতিবার মালিয়েশিয়ার পার্লামেন্টে নতুন বাজেট পাশ করা হয়েছে। বাজেট নিয়ে সপ্তাহব্যাপী দেশটির বিরোধী দল ও ক্ষমতাসীন জোটের কয়েকটি দল বিরোধিতা করে আসছিল। বাজেট পাশ হওয়ায় আবারো দেশটিতে সঙ্কট তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে।