তাইওয়ান পার্লামেন্টে সরকারি দলের এমপিদের উপর শূকরের নাড়িভূঁড়ি ছুঁড়লেন বিরোধীরা

0

যুক্তরাষ্ট্র থেকে শূকরের মাংস আমদানি নীতি শিথিল করা নিয়ে শুক্রবার হাতাহাতিতেও জড়ান তারা। ‘বিরক্তিকর’ প্রতিবাদ বাদ দিয়ে যৌক্তিক বিতর্কে ফেরার আহ্বান জানিয়েছে ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি)। বিবিসি

১ জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্র থেকে শূকরের মাংস আমদানির নতুন নীতি আগস্টে অনুমোদন করেন তাইওয়ানের প্রধানমন্ত্রী তাসাই ইন-ওয়েন। বিরোধীরা বলছেন, এই নীতিতে নিষিদ্ধ রাসায়নিক র‌্যাক্টোপানিন যুক্ত মাংস আমদানির সুযোগ রাখা হয়েছে। মানুষ ও প্রাণী স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিবেচনায় চীন, তাইওয়ান ও ইউরোপীয় ইউনিয়নে নিষিদ্ধ রয়েছে রাসায়নিকটি।

ওই নীতি নিয়ে পার্লামেন্টে আলোচনা শুরু হলে প্রধানমন্ত্রী সু তেসেং-চ্যাংকে প্রশ্ন নেয়া থেকে বিরত রাখতে তার দিকে ঝুঁড়িভর্তি শূকরের নাড়িভুঁড়ি নিক্ষেপ করতে শুরু করেন প্রধান বিরোধী দল কুয়োমিনটাং (কেএমটি) পার্টির আইনপ্রণেতারা। এ সময় কেএমটির আইনপ্রণেতাদের সঙ্গে তীব্র হাতাহাতিতে জড়ান সরকারি জোটভুক্ত দল স্টেটবিল্ডিং পার্টির আইনপ্রণেতা চেন পো-ওয়েই।

দ্য লেজিসলেটিভ উয়ান নামের এই পার্লামেন্টের কক্ষে বিগত বছরগুলোতে ঘুষোঘুষি, চুল টানাটানি, প্লাস্টিকের বোতল এবং পানির পাত্র ছোড়াছুড়ি হতে দেখা গেছে। ২০১৭ সালের জুলাইয়ে অবকাঠামো ব্যয় বিল নিয়ে বিতর্কের সময় আইনপ্রণেতারা চেয়ার তুলে নিয়ে পরস্পরের প্রতি নিক্ষেপ করেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com