ইরানের শীর্ষ পরমাণুবিজ্ঞানী হত্যায় ইসরাইলের হাত!
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ টুইট বার্তায় বলেন, সন্ত্রাসীরা বিশিষ্ট ইরানি বিজ্ঞানীকে হত্যা করেছে। হত্যাকাণ্ডে ইসরাইলি ভূমিকা নিয়ে “গুরুতর ইঙ্গিত” রয়েছে।
শীর্ষ ইরানি কূটনীতিক আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষত ইউরোপীয় ইউনিয়নকে তাদের লজ্জাজনক দ্বৈমুখী আচরণ সমাপ্ত করে এই রাষ্ট্রীয় সন্ত্রাসের নিন্দার আহ্বান জানিয়েছেন।”
ইরানের অন্যতম পরমাণুবিজ্ঞানী মুহসেন ফাখরিজাদে সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন। আজ শুক্রবার তেহরানে প্রদেশের দামাভান্দ কাউন্টির অ্যাবসারদ শহরে বেশ কয়েকজন হামলাকারীর বোমা হামলা ও গোলাগুলিতে তিনি নিহত হন। এসময় তার নিরাপত্তায় নিয়োজিত কর্মীরাও আহত হয়।
ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পাবলিক রিলেশনস বিভাগ জানায়, ফাখরিজাদে মন্ত্রণালয়ের অর্গানাইজেশন অব ডিফেন্স ইনোভেশন অ্যান্ড রিচার্সের (এসপিএনপি) প্রধান ছিলেন।
সন্ত্রাসী ও তার নিরাপত্তা বাহিনীর মধ্যকার সংঘর্ষে তিনি মারাত্মক আহত হন। তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান।
এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ সন্ত্রাস হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন,
সূত্র : প্রেস টিভি