শ্বেতাঙ্গদের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে আদিবাসীরা

0

প্রতি বছর এই সময়েই যুক্তরাষ্ট্রের মার্কিনিরা আমেরিকার প্রথম অধিবাসীদের স্মরণে একত্র হন। ১৬২১ সালে একটি আদিবাসী গোত্র উপনিবেশকারীদের সাথে একটি চুক্তি করে। উদ্দেশ্য ছিল বন্ধুত্ব ও সুসম্পর্ক। তবে সেই সম্পর্ক টেকেনি। গোত্রগুলোর জনসংখ্যা কমেছে। আর তাদের জমি পকেটে পুরেছে শ্বেতাঙ্গরা।
থ্যাংকসগিভিং মার্কিন আদিবাসীদের উৎসব। এটিও ছিনতাই করে নিয়েছে সেটলাররা। ৪০০ বছর পরে নিজেদের জমি আর উৎসব দু’টিই ফেরত চাচ্ছেন। শুধু তাই নয়, তাদের কেন ‘ইন্ডিয়ান’ ডাকা হয়, সে ব্যাখ্যাও চাচ্ছেন কেন্দ্র সরকারের কাছে। ম্যাশপি ওয়ামপানোয়াগ গোত্রের সদস্য রবার্ট ম্যাক্সিম বলেন, ‘আমাদের ইতিহাসকে বিদেশীদের ছকে বাঁধা হয়েছে। যেন ১৬২১ এর আগে আমাদের অস্তিত্বই ছিল না।

আমেরিকার বেশির ভাগ জমি আমাদের। থ্যাংকসগিভিংও আমাদের।’ ১২ হাজার বছর ধরে বর্তমান ম্যাসাচুসেটস আর ইস্টার্ন রোডসে আইল্যান্ডে বসবাস করে আসছিলেন ম্যাশপি ওয়ামপানোয়াগরা। তারা বলছেন, এই জমি ও রাজ্যগুলো তাদের ফেরত দিতে হবে। ২০০৭ সাল পর্যন্ত এই গোত্রকে স্বীকৃতিই দেয়নি মার্কিন কেন্দ্র সরকার। পরে আদালতের রুলিংয়ের মাধ্যমে তারা স্বীকৃতি পান। শুধু এই গোত্রই নয়, সব গোত্রই চায় সম্মানজনক স্বীকৃতি আর নিজেদের জমি। তারা বলছেন, চিড়িয়াখানার জন্তুর মতো তারা রিজারভারে থাকতে রাজি নন। তারা জমি কেনার অধিকারও চান। নিজেদের মতো সমাজব্যবস্থা গড়তে চান।

নির্বাচনের ফল উল্টে দিতে কাজ করতে হবে : ট্রাম্প
এএফপি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার তার সমর্থকদের বলেছেন, মার্কিন নির্বাচনের ফলাফল উল্টে দিতে তাদেরকে অবশ্যই কাজ করতে হবে। তিনি দাবি করেন, ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের বিজয় নিশ্চিত করতে এ নির্বাচনে ‘জালিয়াতি’ করা হয়েছে। পেনসিলভানিয়ার রিপাবলিকান সমর্থকদের উদ্দেশে টেলিফোনে ট্রাম্প বলেন, ‘নির্বাচনের বিষয়ে আমাদের ঘুরে দাঁড়াতে হবে।’ এ নির্বাচনে বিশাল ব্যবধানে বাইডেনের জয়লাভের তিন সপ্তাহেরও বেশি সময় পর ট্রাম্প তার সমর্থকদের প্রতি এমন আহ্বান জানালেন। ট্রাম্প বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্বের কথা পুনর্ব্যক্ত করে বলেন, ‘এ নির্বাচন জালিয়াতিপূর্ণ ছিল।’

অপর দিকে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, নির্বাচনের ফলাফল পাল্টে দেয়ার উদ্যোগের পক্ষে আমেরিকানরা দাঁড়াবে না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের ফলাফল পাল্টে দেয়ার আহ্বানের পরিপ্রেক্ষিতে বাইডেন বুধবার এ কথা বলেন।

থ্যাংকস গিভিং হলিডে’র প্রাক্কালে নিজ শহর উইলমিংটনে এক বক্তব্যে বাইডেন বলেন, আমেরিকানরা সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু নির্বাচন করেছে এবং পরে আমরা এর ফলাফলকে সম্মান করেছি। তিনি বলেন, এই দেশের জনগণ ও দেশের আইন ছাড়া অন্য কোনো কিছুর পক্ষে দাঁড়াবে না। গত ৩ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনের পর থেকে ট্রাম্প একের পর এক জালিয়াতির অভিযোগ তুলছেন। যদিও এসব অভিযোগের পক্ষে তিনি অর্থপূর্ণ কোনো প্রমাণ দেখাতে পারেননি। এ ছাড়া পেনসিলভেনিয়ায় সমর্থকদের তিনি বলেছেন, আমাদেরকে নির্বাচনের ফলাফল উল্টে দিতে হবে। কারণ এতে জালিয়াতি হয়েছে। এ পরিপ্রেক্ষিতে বাইডেনের এ বক্তব্য ট্রাম্পের বিপক্ষে তাদের কঠোর অবস্থানেরই বহিঃপ্রকাশ বলে মনে করা হচ্ছে।

এ দিকে পরাজয় স্বীকার না করলেও ট্রাম্প ক্ষমতা হস্তান্তরে রাজি হয়েছেন। গত সোমবার তিনি বলেছেন, ক্ষমতা হস্তান্তর দেখভাল করা জেনারেল সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশনের (জিএসএ) যা করণীয়, তা তাদের অবশ্যই করা উচিত। এর পর থেকে বাইডেন টিম জিএসএ’র সাথে ক্ষমতা হস্তান্তর নিয়ে তাদের কাজ শুরু করেছে। এ ছাড়া মঙ্গলবার বাইডেন তার নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করেছেন। সে সময়ে তিনি বলেছেন, এটি এমন একটি টিম যা আমেরিকার ফিরে আসার প্রতিনিধিত্ব করে। পিছু হটা নয়; আমেরিকা এখন বিশ্বকে নেতৃত্ব দিতে প্রস্তুত।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com