কাশ্মীরে স্বাধীনতাকামী যোদ্ধাদের গুলিতে দুই ভারতীয় সেনা নিহত

0

ভারত দখলকৃত ভূস্বর্গখ্যাত উপত্যকা কাশ্মীরের রাজধানী শ্রীনগরের কাছে দিল্লির সেনাবাহিনীর টহল দলের উপর হামলা চালিয়েছে স্বাধীনতাকামী যোদ্ধারা। এতে দখলদার ভারতের দুই সেনা নিহতসহ আহত হন আরও কয়েকজন।

ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়ার তথ্যমতে, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সেনাবাহিনীর টহল দলের উপর স্বাধীনতাকামীরা হামলা চালালে দুই সেনা সদস্য মারাত্মকভাবে আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন।

জানা যায়, আক্রমণকারী যোদ্ধারা একটি গাড়িতে অস্ত্রসজ্জিত হয়ে এসে হামলা চালায়। ভয়াবহ এ ঘটনার পরপরই এলাকাটিতে তল্লাশি অভিযান শুরু করে দখলদার ভারতীয় নিরাপত্তা বাহিনী।

কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তান ও ভারতীয় সেনাদের মধ্যে প্রায় প্রতিদিনই গোলা বিনিময় হচ্ছে। এরই মধ্যে এই হামলার ঘটনা ঘটলো।

ভারতীয় সেনাবাহিনী জানায়, বৃহস্পতিবার পাকিস্তানি সেনারা ভারতীয় অবস্থান লক্ষ্য করে মর্টার বর্ষণ করে। ভারতও পাল্টা জবাব দেয়। তবে এতে কেউ হতাহত হয়নি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com