আফগান যুদ্ধ: বিচার বহির্ভূত হত্যার দায়ে ১৩ অস্ট্রেলিয়ান সেনা বরখাস্ত
আফগানিস্তান যুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার দায়ে অস্ট্রেলিয়ান বিশেষ বাহিনীর ১৩ সদস্যকে বরখাস্ত করা হয়েছে।
আজ শুক্রবার অস্ট্রেলিয়ার সেনা প্রধানের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে। তবে ওই ১৩ সেনা সদস্যের পরিচায় প্রকাশ করা হয়নি।
গত সপ্তাহে আফগানিস্তানে যুদ্ধ চলাকালীন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে একটি স্বাধীন তদন্ত প্রতিবেদনে প্রকাশিত । ঐ প্রতিবেদনে ৩৯ জন আফগানিস্তানের বেসামরিক নাগরিককে বিচার বহির্ভূতভাবে হত্যার প্রমাণ পাওয়া যায়। বলা হয়, এই ঘটনায় জড়িত ছিলেন অস্ট্রেলিয়ার বিশেষ বাহিনীর ১৯ জন সদস্য। তবে এই ১৯ সেনা সদস্য কারা সেটি তখন ওই প্রতিবেদনে বলা হয়নি।
সেনা সদস্য বরখাস্ত করার বিষয়ে অস্ট্রেলিয়ার সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল রিক বুড় সাংবাদিকদের বলেন , আমরা এই তদন্ত থেকে শিক্ষা নিতে চাই । এর মাধ্যমে আমরা আরো শক্তিশালী, দক্ষ এবং কার্যকর সেনাবাহিনী গড়ে তুলতে চাই।