কাশ্মীরে মুসলিমদের জমি দখল করতে চাচ্ছে: মেহবুবা
কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি সভানেত্রী মেহবুবা মুফতি ভারতের হিন্দুত্ববাদী বিজেপি সরকারের বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, বিজেপি সরকার কাশ্মীরের মুসলিমদের টার্গেট করছে এবং কাশ্মীরে জমি তাদের পুঁজিপতি সমর্থকদের কাছে বিক্রি করতে যাচ্ছে। ৩৭০ ধারার অজুহাতে মোদি সরকার কাশ্মীরের মুসলিমদের জমি দখল করতে চাচ্ছে।
দক্ষিণ কাশ্মীরের পহেলগাঁওের জঙ্গলে বসবাসকারী গুর্জর এবং বাকরওয়াল সম্প্রদায়ের সাথে সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন।
মেহেবুবার মতে, হিন্দুত্ববাদী বিজেপি সরকার কাশ্মীর থেকে ৩৭০ ধারা অপসারণ করে সারা ভারতের বিভিন্ন এলাকার লোকজনকে কাশ্মীরে এনে বসাতে চাচ্ছে এবং অন্যদিকে, এখানকার আদি মানুষজনকে স্থানচ্যুত করার চেষ্টা করছে।
মেহেবুবা বলেন, মোদি সরকার গুর্জর ও বাকরওয়াল সম্প্রদায়কে যদি টার্গেট করা বন্ধ না করে, তবে তাদের শান্তির পথ ছেড়ে সহিংসতার পথে যাওয়ার আশঙ্কা রয়েছে।
তার অভিযোগ, মোদি সরকার কাশ্মীরের জনগণকে বিভক্ত করার চেষ্টা করছে। তারা এখান থেকে মুসলিমদের সরিয়ে জনবিন্যাস পরিবর্তন করতে চাচ্ছে।