পাখির মতো ভারতীয় সেনাদের গুলি করে হত্যা করছে পাকিস্তানের সেনারা
অধিকৃত কাশ্মীরের পুঞ্চ জেলায় পাকিস্তানি সেনাদের গুলিতে ভারতীয় সেনাবাহিনীর এক জুনিয়র কমিশনড অফিসার নিহত হয়েছে।
এ ঘটনায় মোহম্মদ রশিদ নামে আহত একজনকে জম্মুর জিএমসি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, বৃহস্পতিবার দুপুরে নিয়ন্ত্রণরেখা লাগোয়ায় হামলা চালায় পাকসেনারা। এতে মারা যায় ভারতীয় সেনার জুনিয়র কমিশনড অফিসার স্বতন্ত্র সিং।
ভারতীয় সেনার এক কর্মকর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে পুঞ্চের কসবা ও কিরনি সেক্টরকে নিশানা করে পাক রেঞ্জার্স। তাদের ছোড়া গুলিতে গুরুতর আহত হয় জেসিও স্বতন্ত্র সিং। পরে তাকে সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু বাঁচানো যায়নি।
কয়েকদিন আগেও পাক সেনাদের গুলিতে বেশ কয়েকজন ভারতীয় সেনা নিহত হয়। সীমান্তে পাক সেনাদের হাতে ভারতীয় সেনারা যেন পাখির মতো মৃত্যুকে বরণ করে নিচ্ছে।