ভারতের হায়দ্রাবাদে ভোটে হঠাৎ ইস্যু ‘অবৈধ বাংলাদেশী’ ও রোহিঙ্গা

0

বুধবার নির্বাচনী প্রচারে গিয়ে বিজেপি নেত্রী ও কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ভারতের একটি জাতীয় টিভি চ্যানেলের প্রতিবেদন উদ্ধৃত করে বলেছেন যে, মুসলিমদের রাজনৈতিক দল এম আই এম নেতাদের নাম ছাপানো প্যাডে ‘অবৈধ বাংলাদেশী’দের নাম ভোটার তালিকায় তোলার জন্য সুপারিশ করা হয়েছে।

হায়দ্রাবাদের সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়াইসি এবং তেলেঙ্গানা সরকারকে ওই রোহিঙ্গা এবং ‘বেআইনীভাবে বসবাসকারী বাংলাদেশীদের’ জায়গা দেয়ার জন্য দায়ী করেছে বিজেপি। যদিও বাংলাদেশের সীমান্তবর্তী দুই রাজ্য – আসাম আর পশ্চিমবঙ্গে অনেকদিন ধরেই বাংলাদেশ থেকে কথিত অনুপ্রবেশকারীদের বিষয়টিকে বিজেপি নেতারা ভোটের ইস্যু হিসাবে তুলে ধরেন, কিন্তু এবার সুদূর দক্ষিণ ভারতের হায়দ্রাবাদ শহরের পৌর নির্বাচনেও কথিত বাংলাদেশী অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের প্রসঙ্গ আনা হয়েছে।

বিজেপির তেলেঙ্গানা রাজ্য সভাপতি এবং সংসদ সদস্য বান্ডি সঞ্জয় এক নির্বাচনীয় সভায় তেলুগু ভাষায় বক্তৃতা দিতে গিয়ে বলেছিলেন,‘আমাদের দল পৌরসভা নির্বাচনে জিতলেই রোহিঙ্গা এবং পাকিস্তানীদের এক সার্জিকাল স্ট্রাইক করে পুরনো হায়দ্রাবাদ শহর থেকে তাড়িয়ে দেয়া হবে।’

তার আরো অভিযোগ যে, তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি আর এম আই এম দল দুটি রোহিঙ্গা, পাকিস্তানী এবং আফগানদের ভোট পেয়ে নির্বাচনে জেতার চেষ্টা করছে।

এম আই এম দলের প্রধান ও হায়দ্রাবাদের এমপি আসাদউদ্দিন ওয়াইসি এই অভিযোগের জবাব দেন আরেকটি জনসভায়। আসাদউদ্দিন ওয়াইসির বলেন,‘বিজেপি অভিযোগ করছে যে, হায়দ্রাবাদে নাকি ভোটার তালিকায় ৩০ হাজার ৪০ হাজার রোহিঙ্গা আছে। যদি ৩০ হাজার রোহিঙ্গা হায়দ্রাবাদে থাকে, তাহলে অমিত শাহ কী করছেন! তিনি কি ঘুমিয়ে আছেন? তিনি তো স্বরাষ্ট্রমন্ত্রী – তার তো দেখার কথা যে ৩০ – ৪০ হাজার রোহিঙ্গার নাম ভোটার লিস্টে কী করে ঢুকল!’

রোহিঙ্গা আর অবৈধ বাংলাদেশীদের প্রসঙ্গে বান্ডি সঞ্জয়ের ভাষণের পরে বিতর্কের মধ্যেই বুধবার হায়দ্রাবাদে দলের প্রর্থীদের হয়ে প্রচারে গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।

সেখানে তিনি এক সংবাদ সম্মেলনে দাবি করেন,‘একটি স্থানীয় টিভি চ্যানেলে তো দেখানো হয়েছে যে, ভোটার লিস্টে নাম তুলে দেয়ার জন্য এম আই এম এবং তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীকে খোলাখুলিভাবেই কৃতজ্ঞতা জানাচ্ছে একজন রোহিঙ্গা মুসলিম। আবার একটি জাতীয় চ্যানেলের প্রতিবেদনে দেখানো হয়েছে যে এম আই এম নেতাদের নাম ছাপা প্যাডে চিঠি লেখা হয়েছে যাতে অবৈধ বাংলাদেশীদের নাম ভোটার তালিকায় তোলা হয়।’

হায়দ্রাবাদে ১২-১৩ শো রোহিঙ্গা উদ্বাস্তু পরিবার বাস করছে ৭-৮ বছর ধরে। এদের মধ্যে ৭৫ শতাংশই বেসরকারী জমিতে ঝুপড়ি বানিয়ে থাকেন আর কায়িক শ্রমের কাজ করে রোজগার করেন। এরকমই একজন রোহিঙ্গা উদ্বাস্তু নূর বাশার। তিনি বলছিলেন,‘কোনো রাজনৈতিক দল কখনই আমাদের কাছে এসে এটা বলেনি যে, দলে এসো তোমাদের নাগরিকত্ব পাইয়ে দেবো বা ভোটার লিস্টে নাম তুলে দেব। কিন্তু কোনো কোনো সংবাদমাধ্যমে এরকম খবর দেখানো হয়েছে।’

‘সমস্যাটা আসলে ভাষার। রোহিঙ্গা উদ্বাস্তুদের বেশিরভাগই স্থানীয় ভাষা বোঝেন না। আর আমার সামনেই একবার সংবাদকর্মীদের কিছুটা রাজনৈতিক প্রশ্ন করতে দেখেছি। সাংবাদিক কাউকে জিজ্ঞাসা করেছে আপনার নাম ভোটার লিস্টে আছে,’ কোনো উদ্বাস্তু বলে দিয়েছে ‘হ্যাঁ’। আবার প্রশ্ন করেছে এরজন্য কী এম আই এম আর মুখ্যমন্ত্রীর কাছে আপনি কৃতজ্ঞ” সে তাতেও ‘হ্যাঁ’ বলেছে। কিন্তু আসলে তো প্রশ্নটাই বুঝতে পারেনি ওই উদ্বাস্তু!’ জানাচ্ছিলেন নূর বাশার।

রোহিঙ্গা গোষ্ঠীর সদস্যরা বলছেন, তাদের প্রায় সকলেরই জাতিসঙ্ঘের উদ্বাস্তুবিষয়ক হাইকমিশনারের দফতর থেকে দেয়া পরিচয়পত্র রয়েছে। যাদের সেই পরিচয়পত্র নেই, তাদের বয়স ১৮ বছরের নীচে। প্রাপ্তবয়স্ক হলেই সেই পরিচয়পত্র পাওয়া যাবে বলেও রোহিঙ্গারা জানাচ্ছেন। যেমনটা হয়েছিল নূর বাশারের ছোটভাইয়ের ক্ষেত্রে।

কিন্তু প্রশ্ন উঠছে হঠাৎ হায়দ্রাবাদের পৌরসভা নির্বাচনে কেন অবৈধ অনুপ্রবেশকারী, রোহিঙ্গা – এসব প্রসঙ্গ তোলা হল? বিশ্লেষকরা বলছেন, হায়দ্রাবাদের পৌরসভা ভোট নয়, বিজেপি হিসাব কষেই এই ইস্যুটা এখন তুলেছে। তবে তাদের আসল লক্ষ্য তিন বছর পরের বিধানসভা নির্বাচনের ক্ষেত্র প্রস্তুত করা।

হায়দ্রাবাদের ইংরেজী দৈনিক ডেকান ক্রনিকালের রেসিডেন্ট এডিটর শ্রীরাম কারি বলছিলেন,‘তিন বছর পরের বিধানসভা ভোটের দিকে তাকিয়েই বিজেপি এখন রাজ্য সরকারকে লক্ষ্যবস্তু বানিয়েছে। সেজন্যই তারা হিন্দু মুসলিম ন্যারেটিভ সামনে এনে বিভাজনের চেষ্টা শুরু করেছে।’

‘আর পুরনো হায়দ্রাবাদ শহর – যে অঞ্চল রাজনৈতিকভাবে নিয়ন্ত্রণ করে আসাদুদ্দিন ওয়াইসির এম আই এম, সেখানেই এই তত্ত্ব চালানোর চেষ্টা হচ্ছে যে ওয়াইসির দল অবৈধভাবে বাস করা পাকিস্তানী, বাংলাদেশী আর রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছে,’ ব্যাখ্যা শ্রীরাম কারির।

তবে তিনি এও বলছিলেন,‘এটা খুবই দুর্ভাগ্যের। পৌরসভা নির্বাচনে ইস্যু হওয়ার কথা রাস্তা, আলো, পানি, চিকিৎসা ব্যবস্থার ইস্যু। তার বদলে বহু দূরের একটা ইস্যু – অবৈধ অনুপ্রবেশ, রোহিঙ্গা – এসব নিয়ে আসা হল।’

বিজেপি নেতাদের তাড়িয়ে দেয়ার হুমকির পরেও অবশ্য স্থানীয় রোহিঙ্গা উদ্বাস্তুরা বিশেষ বিচলিত নন। তারা বলছেন, তাদের সবার কাছেই জাতিসঙ্ঘের উদ্বাস্তু বিষয়ক হাইকমিশনারের দিল্লি দফতর থেকে দেয়া বৈধ নথি রয়েছে। তাই যা সিদ্ধান্ত ভারত সরকার নেবে, সেটাই তারা মেনে চলবেন বলে জানিয়েছেন তারা। সূত্র : বিবিসি

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com