দেশে ১০ মাসে ধর্ষণের শিকার ১৩৪৯ নারী

0

জাতীয় পর্যায়ের আইন সহায়তা এবং মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী, এ বছর গত অক্টোবর পর্যন্ত ধর্ষণের শিকার হয়েছে ১ হাজার ৩৪৯ জন নারী। এ সময় ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৪৬ জনকে এবং ধর্ষণের চেষ্টা করা হয়েছে ২৭১ জনকে।

এটি অবশ্যই ধর্ষণের প্রকৃত সংখ্যা নয়, প্রকৃত সংখ্যা অবশ্যই অনেক বেশি—এমন মনে করে ‘প্রজন্মান্তরে নারীবাদী মৈত্রী’। মৈত্রী আরো জানায়, এই সংখ্যা কেবল ৯টি জাতীয় সংবাদপত্র থেকে নেওয়া হয়েছে।

নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের প্রথম দিন আজ থেকে নারীর প্রতি নির্যাতনের বিরুদ্ধে ‘মুক্তির মিছিল’-এর আয়োজন করছে ‘প্রজন্মান্তরে নারীবাদী মৈত্রী’। আজ সন্ধ্যা ৭টায় মশাল মিছিল নারীপক্ষ কার্যালয় মোহাম্মদপুর থেকে শুরু হয়ে জাতীয় সংসদ ভবনের সামনে শেষ হবে ঝটিকা প্রতিবাদ ‘তুই ধর্ষক’ উপস্থাপনার মাধ্যমে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com