রশিদের ঘূর্ণিতে বড় হারের লজ্জা বাংলাদেশের

0

জেটিভি ডেস্ক
রশিদ খানের স্পিন ঘূর্ণিতে একমাত্র টেস্ট ম্যাচে বাংলাদেশকে ২২৪ রানের বড় ব্যবধানে হারালো আফগানিস্তান। দ্বিতীয় ইনিংসে ১৭৩ রানে গুটিয়ে যায় টাইগারদের ইনিংস। রশিদ খান একাই নেন ৬ উইকেট।

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ যে হারবে তা অনুমিতই ছিলো। কিন্তু, আজ বৃষ্টি টাইগারদের হারের হাত থেকে প্রায় বাঁচিয়ে দিয়েছিলো। দিনের প্রথম দুই সেশন ভেসে গিয়েছিলো বৃষ্টিতে। দিনের শেষ সেশনে যখন খেলা শুরু হয়; তখন ড্র করতে হলে সাকিবদের ১৮ দশমিক ৩ ওভার টিকে থাকতে হতো। কিন্তু, হাতে ৪ উইকেট থাকা সত্ত্বেও বাংলাদেশ টিকে থাকতে পারলো না। টাইগাররা অলআউট হয়ে গেলো ১৭৩ রানে। আফগানরা ম্যাচটি জিতে নিলো ২২৪ রানে।

টেস্ট মর্যাদা পাওয়ার পর ৩ ম্যাচ খেলে ২টিতে জিতল আফগানিস্তান। অস্ট্রেলিয়ার পর ২য় দল হিসাবে টেস্টে এতো কম ম্যাচ খেলে ২টি জয় পেল আফগানরা। এর আগে, ভারতের কাছে হারের পর আয়ারল্যান্ডের বিপক্ষে জয় তুলে নিয়েছিলো এশিয়ার এই দলটি।

চট্টগ্রাম টেস্টের পঞ্চম দিনে আজ সকাল থেকে মুষলধারা বৃষ্টিতে ভাসিয়ে দিয়েছে সাগরিকাকে। লাঞ্চ বিরতির পর খেলা শুরুর কথা, দুই দল মাঠেও নামে। ১৩ বল গড়াতেই আবারও খেলা বন্ধ হয়ে যায়। পরে শেষ বেলায় দায়িত্বরত আম্পায়াররা ১৮ ওভার ৩ বল খেলার সিদ্ধান্ত নেয়। ৫৩ বলে ৪৪ রান করা সাকিব মাঠে নেমেই প্রথম বলেই সাজঘরে ফিরে যান। জহির খানের বলে উইকেটরক্ষক আফসার জাজাইয়ের হাতে ক্যাচ দিয়ে ফিরেন তিনি।

ম্যাচের ১২ ওভার বাকি থাকার সময় মেহেদী মিরাজের ক্যাচ ছেড়ে দেয় শর্ট লেগে ফিল্ডিং করা শহীদী। কিন্তু, এক ওভার পরই রশিদ খানের ঘূর্ণিতে সাজঘরে ফিরেন তিনি। রিভিউ নিয়েও এলবিডাব্লিও থেকে রক্ষা হয়নি। তাইজুল ইসলাম আউট হন দুর্ভাগ্য আর আম্পায়ারের ভুল সিদ্ধান্তে। ব্যাটে বল লাগার পরও আফগান ফিল্ডাররা এলবিডাব্লিও এর জন্য জোরালো আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার। মেহেদী মিরাজ রিভিউ অপচয় করার কারণে আর রিভিউ নেয়ার সুযোগ ছিলো না বাংলাদেশের।

শেষ উইকেটে নাঈম হাসান যখন ক্রিজে আসে, তখন খেলা বকি ৭.৩ ওভার। ৪ ওভার বাকি থাকতে রশিদ খানের বলে মিসটাইমিং করায় ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরেন সৌম্য সরকার। আর রশিদের হাতেই লেখা হলো আফগানদের গৌরবের ইতিহাস। আফগানিস্তান ম্যাচটি জিতে নিলো ২২৪ রানে। প্রথম ইনিংসে ৫টি আর দ্বিতীয় ইনিংসে ৬টি (মোট ১১টি) উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন রশিদ খান।

গতকাল আফগানদের দেয়া ৩৯৮ রানের জয়ের জন্য ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৩৬ রান করে বাংলাদেশ দিনের খেলা শেষ করেছিলো। আজ বৃষ্টি হওয়ায় দিনের প্রথম সেশনে একটি বলও মাঠে গড়ায়নি। পরে বৃষ্টি থামার পর দুপুর একটায় শুরু হয় খেলা। কিন্তু, বেশিক্ষণ স্থায়ী হয়নি। ২ ওভার ১ বল খেলা হওয়ার পরই আবার বৃষ্টি নামে। এতে দ্বিতীয় সেশনও ভেসে যায়। পরে বিকাল ৪টা ২০ মিনিটে শুরু হয় দিনের শেষ সেশনের খেলা।

সংক্ষিপ্ত স্কোর
ফল: আফগানিস্তান ২২৪ রানে জয়ী।

আফগানিস্তান প্রথম ইনিংস: ৩৪২ (১১৭ ওভার)

ইব্রাহীম জাদরান ২১; ইহসানুল্লাহ ৯; রহমত শাহ ১০২; হাশমতউল্লাহ শহীদি ১৪; আসগার আফগান ৯২; মোহাম্মদ নবী ০; আফসার জাজাই ৪১; রশীদ খান ৫১; কায়েস আহমেদ ৯; ইয়ামিন আহমদজাই ০; জহির খান ০*।

তাইজুল ইসলাম ৪/১১৬; সাকিব আল হাসান ২/৬৪; মেহেদী হাসান মিরাজ ১/৭৩; নাঈম হাসান ২/৪৩; মাহমুদউল্লাহ রিয়াদ ১/৯; সৌম্য সরকার ০/২৬; মুমিনুল হক ০/৯; মোসাদ্দেক হোসেন সৈকত ০/১।

বাংলাদেশ প্রথম ইনিংস: ২০৫ (৭০.৫ ওভার)

সাদমান ইসলাম ০; সৌম্য সরকার ১৭; লিটন দাস ৩৩; মুমিনুল হক ৫২; সাকিব আল হাসান ১১; মুশফিকুর রহিম ০; মাহমুদউল্লাহ রিয়াদ ৭; মোসাদ্দেক হোসেন সৈকত ৪৮; মেহেদী হাসান মিরাজ ১১; তাইজুল ইসলাম ১৪; নাঈম হাসান ৭;

ইয়ামিন আহমদজাই ১/২১; মোহাম্মদ নবী ৩/৫৬; জহির খান ০/৪৬; রশিদ খান ৫/৫৫; কায়েস আহমদ ১/২২।

আফগানিস্তান দ্বিতীয় ইনিংস: ২৩৭/৮* (৮৩.৪ ওভার)

ইহসানুল্লাহ ৪; ইব্রাহীম জাদরান ৮৭; রহমত শাহ ০; হাশমতউল্লাহ শহীদি ১২; আসগার আফগান ৫০; আফসার জাজাই ৪৮*; মোহাম্মদ নবী ৮; রশিদ খান ২৪; কায়েস আহমেদ ১৪; ইয়ামিন আহমদজাই ৯; জহির খান ০;

সাকিব আল হাসান ৩/৫৮; মেহেদী হাসান মিরাজ ২/৩৫; তাইজুল ইসলাম ২/৮৬; নাঈম হাসান ২/৬১; মুমিনুল হক ০/১৩; মোসাদ্দেক হোসেন সৈকত ০/৩।

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ১৭৩ (৬১.৪ ওভার)

লিটন দাস ৯;, সাদমান ইসলাম ৪১; মোসাদ্দেক হোসেন সৈকত ১; মুশফিকুর রহিম ২৩; মুমিনুল হক ৩; সাকিব আল হাসান ৪৪; মাহমুদউল্লাহ রিয়াদ ৭; সৌম্য সরকার ১৫; মেহেদী হাসান মিরাজ ১২; তাইজুল ইসলাম ০; নাঈম হাসান ১*;

ইয়ামিন আহমদজাই ০/১৪; মোহাম্মদ নবী ১/৩৯; রশিদ খান ৬/৪৯; জহির খান ৩/৫৯; কায়েস আহমেদ ০/৬।

প্লেয়ার অব দ্য ম্যাচ: রশিদ খান (আফগানিস্তান)

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com