সাকিবের কাছে মুশফিকের এক অদ্ভুত চাওয়া

0

সবার জানা বঙ্গবন্ধু টি-টোয়েন্টি আসর দিয়েই নিষেধাজ্ঞার পর মাঠে ফিরছেন সাকিব আল হাসান। পুরো দেশ তাকিয়ে সাকিবের দিকে। এক বছর নিষিদ্ধ থাকার পর আবার মাঠে নামছেন বিশ্বসেরা অলরাউন্ডার। ভক্ত ও সমর্থকদের উন্মুখ অপক্ষো। শুধু বাংলাদেশ কেন, বিশ্বজোড়া কোটি ক্রিকেট অনুরাগী তাকিয়ে তার দিকে।

সাকিবের সহযোগীরাও কিন্তু মুখিয়ে আছেন ‘চ্যাম্পিয়ন অলরাউন্ডার সাকিব’কে মাঠে পেতে। হোক তা সহযোগী কিংবা প্রতিপক্ষ। সাকিবের মাঠে ফেরা নিয়ে উৎসাহ-উদ্দীপনা আছে সবার।

বেক্সিমকো ঢাকার অধিনায়ক মুশফিুকুর রহীমও অধীর আগ্রহে অপেক্ষা করছেন সাকিবের জন্য। মুশফিক মানছেন সাকিবের মাঠে ফিরে আসা অনেক বড় ঘটনা এবং তার মূল্যায়ন, ‘দেশে তো বটেই গোটা ক্রিকেট বিশ্ব তাকিয়ে আছে সাকিবের মাঠে ফেরা দেখতে।’

তাই তো মুশফিকের মুখে এমন সংলাপ, ‘না এটা তো অবশ্যই বড় একটা বিষয়। কেবল আমি না, আমার মনে হয় পুরো বিশ্ব ক্রিকেটই অপেক্ষা করছে। সে নাম্বার ওয়ান অলরাউন্ডার এবং আমাদের নাম্বার ওয়ান প্লেয়ার।’

ঢাকার অধিনায়ক চান সাকিব মাঠে ফিরে নিজেকে মেলে ধরুক। ভালো খেলে মাঠ মাতাক। তবে সেই চাওয়ার মধ্যে একটা কিন্তু আছে। সাকিবের কাছে মুশফিকের এক অদ্ভুত চাওয়া আছে।

মুশফিক চান, সাবিক সবার বিপক্ষে ভালো খেলুক; কিন্তু তার দল ঢাকার বিপক্ষে যেন সাকিব ব্যাট ও বল হাতে জ্বলে না ওঠেন। মুশফিকের কথা, ‘আশা করছি আমাদের সঙ্গে ছাড়া যাতে অন্য সবার সঙ্গে ভালো খেলে। কোনো সমস্যা নেই। আমার কাছে মনে হয়, শুধু আমি না এটা পুরো টুর্নামেন্টের জন্যই বড় একটা পাওয়া (সাকিবের ফেরা)। তার সঙ্গে এবং বিপক্ষে যারা খেলবে তরুণ, তারা অনেক কিছু শিখতে পারবে। আমার মনে হয়, এটা ভবিষ্যতেও খুব কাজে দেবে। যেহেতু এবার কোনো বিদেশি খেলোয়াড় নেই, যারা লোকাল প্লেয়ার আছে তাদের জন্য এটা ভালো সুযোগ তার সঙ্গে শেয়ার করা এবং অনেক কিছু শেখার।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com