বিএসএফের হাতে বাংলাদেশি যুবক আটক

0

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) জহুরুল ইসলাম নামে বাংলাদেশি এক গরু চোরাকারবারিকে আটক করেছে। 

সোমবার (২৩ নভেম্বর) ভোরে ভুরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাঁশজানী সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ৯৭৫/৯ এর কাছ থেকে তাকে আটক করে বিএসএফ।  

এ বিষয়টি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলা‌দেশ (‌বি‌জি‌বি) ২২ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জামাল হোসেন। 

আটক জহুরুল ইসলাম ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশজানী গ্রামের মৃত নুরুল ইসলাম মেম্বারের ছেলে। 

সূত্রে জানা যায়, গতকাল ভোরে কয়েকজন গরু চোরাকারবারি ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাঁশজানী সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলারের পাশ দিয়ে ভারত ঢুকে পড়েন।  এ সময় ভারতের কুচবিহার জেলার দিনহাটা থানার দিঘলটারী বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের ধাওয়া করে।  ধাওয়া খেয়ে অন্যরা পালিয়ে গেলেও জহুরুলকে বিএসএফ আটক করে। 

বিজিবি’র লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জামাল হোসেন জানান, ভারতীয় সীমানায় প্রবেশ করায় ওই বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ।  আমরা তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।  তবে আজ দুপুর পর্যান্ত বিএসএফ এর কাছ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com