বুলবুল’র রাতে ২ বুলবুলির জন্ম

0

ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতের রাতে জন্ম নিয়েছে দুই শিশু। বাগেরহাটের মোংলা এবং পটুয়াখালীর কলাপাড়ায় জন্ম নিয়েছে ২ কন্যাশিশু। তাদের নাম রাখা হয়েছে বুলবুরি। অন্তঃস্বত্তা দুই নারী ক্ষতি এড়াতে আশ্রয় নিয়েছিলেন আশ্রয় কেন্দ্রে। সেখানেই তাদের কোল জুড়ে আসে ২ কন্যা শিশু।

হনুফা মোংলা উপজেলার মিঠাখালী এটিসি সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে রাত ১টার দিকে জন্ম নেয় বুলবুলি। প্রশিক্ষণপ্রাপ্ত একজন পরিবার কল্যাণ পরিদর্শিকা তার দেখাশুনা করেন। এখন মা মেয়ে ২ জনই ভালো আছেন। বুলবুলির বাবা মোংলার মিঠাখালী ইউনিয়নের বাসিন্দা বায়েজিদ শিকদার একজন মৎস্যজীবী।

এদিকে পটুয়াখালীর কলাপাড়ার জন্ম নিয়েছে আরেক বুলবলি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com