নুরুল ইসলাম বুলবুলের পরিবারকে হয়রানির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জামায়াতের

0

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুলের ছোট ভাই মো. শরিফুল ইসলামের জানাজায় পুলিশ কর্তৃক বাধা প্রদান ও মরহুমের শোকাহত পরিবারকে হয়রানির ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন।

বৃহস্পতিবার এক বিবৃতিতে মহানগরী উত্তরের আমীর বলেন, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুলের ছোট ভাই ঢাকায় ইন্তেকালের পর তার লাশ চাঁপাইনবাবগঞ্জের নিজ বাড়িতে নিয়ে যাওয়ার আগেই বিপুল সংখ্যক পুলিশ বাড়ির আশপাশে অবস্থান নেয় এবং জানাজায় সীমিত সংখ্যক উপস্থিতির বেআইনী নির্দেশ প্রদান করে। ফলে বিপুল সংখ্যক শোকাহত জনতা জানাজায় অংশগ্রহণ করতে পারেনি। এমনকি জানাজার পর নুরুল ইসলাম বুলবুলকে তার শোকাহত পরিবারের সদস্যদের সাথে সাক্ষাতের সুযোগ থেকেও বঞ্চিত করা হয়। পুলিশ গভীর রাতে মরহুমের বাড়িতে অভিযান চালিয়ে ঢাকা মহানগরী দক্ষিণ আমীরকে গ্রেফতারের জন্য তাণ্ডব চালায়। যা সরকারের ফ্যাসীবাদী আচরণের নগ্ন বহিঃপ্রকাশ এবং অসাংবিধানিক।

মহানগরী আমীর আইন ও সংবিধানের প্রতি দায়বদ্ধ থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে দায়িত্ব পালনের আহবান জানান।
প্রেস বিজ্ঞপ্তি

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com