দেশে ফিরলেন তামিম

0

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শেষে দেশে ফিরেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। বুধবার রাত ১১টার দিকে এমিরেটসের একটি ফ্লাইটে করে করাচি থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে খেলেছিলেন তিনি। টুর্নামেন্টের ফাইনালে করাচি কিংসের কাছে হেরে রানারআপ হয়েছেন তামিমরা। প্লে অফ পর্বে দুই ম্যাচ ও ফাইনাল ম্যাচে খেলেছেন তিনি। তিন ম্যাচে মোট ৮৩ রান এসেছে বাংলাদেশের সেরা ওপেনারের ব্যাট থেকে।

প্রথম এলিমিনেটরে তামিম করেছিলেন ১০ বলে ১৮ রান আর দ্বিতীয় এলিমিনেটরে করেন ২০ বলে ৩০ রান। ফাইনালে তামিমের ব্যাট থেকে আসে ৩৮ বলে ৩৫, যা দলের পক্ষে সর্বোচ্চ।

প্লে অফে খেলার কথা ছিল মাহমুদউল্লাহ রিয়াদেরও। কিন্তু ওই সময়ে করোনা আক্রান্ত হওয়ায় ছিটকে যান তিনি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com